বিবিপি নিউজ: বেপরোয়া গতি কেড়ে নিল প্রাণ। শহর কলকাতায় বিশ্ব বাংলা সরোণিতে ফের মর্মান্তিক বাইক দুর্ঘটনা। মৃত যুবকের নাম সাগর (২৬)। পেশায় তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সওয়া ছ’টা নাগাদ চিংড়িঘাটার কাছে নির্মীয়মান মেট্রো স্টেশনের নীচে সংকীর্ণ রাস্তাতেই দুর্ঘটনা ঘটে। সাগর বাইকে তাঁর নির্দিষ্ট রুট দিয়েই যাচ্ছিলেন। উল্টোদিক থেকে দ্রুত গতিতে আসছিল একটি ট্রাক। উল্টো দিক থেকে ট্রাকটি এসে বাইকে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের কথায়, বাইক থেকে কার্যত ৫০ মিটার দূরে ছিটকে পড়েন সাগর। তাঁর মাথায় হেলমেট ছিল। কিন্তু অভিঘাতে তাঁর মাথা থেকে হেলমেট খুলে যায়। ফুটপাতের গার্ডওয়ালের কোণায় সজোরে আঘাত লাগে সাগরের মাথায়। রক্তাক্ত অবস্থায় বেশ কিছুক্ষণ রাস্তাতেই পড়েছিলেন সাগর। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে. চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বিধাননগর মহকুমা হাসপাতালে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।