সেক্টর ফাইভে স্কুটি চালককে পিষে দিয়ে পালাল স্কুল বাস - BBP NEWS

Breaking

বুধবার, ৩০ মার্চ, ২০২২

সেক্টর ফাইভে স্কুটি চালককে পিষে দিয়ে পালাল স্কুল বাস

 



বিবিপি নিউজ: বুধবার ব্যস্ত দিনে শহরের আইটি সেক্টর এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া স্কুল বাসের ধাক্কায় মৃত্যু হল স্কুটি চালকের। আজ সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। স্কুল বাসে ছিল পড়ুয়ারাও। সেই বাসই ধাক্কা মারে ওই স্কুটি চালককে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকের মৃত বলে ঘোষণা করেন

ওই যুবককে। মৃত যুবকের নাম লালটু বৈদ্য। হাওড়া সালকিয়ার বাসিন্দা।স্কুটি নিয়ে সেক্টর ফাইভ থেকে নিউটাউনের দিকে যাচ্ছিলেন তিনি। সেই সময় তাঁর পিছন থেকে ধাক্কা মারে ওই বাস। ঘটনাটি ঘটে সেক্টর ফাইভের সিআরপিএফ ক্যাম্পের কাছে। এ দিন সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,একটি বেসরকারি স্কুলের বাস ওই যুবককে সজোরে ধাক্কা মারে। স্কুটি আরোহীকে পিষে দিয়ে পালিয়ে যায় ওই স্কুল বাস। পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে লালটু বৈদ্যকে। তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক স্কুল বাস নিয়ে চম্পট দেন বাসের চালক। পরে বাসটিকে আটক করা হয়েছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ যাচাই করছে পুলিশ। এই ঘটনায় ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ আটক করেছে ঘাতক বাসটিকে। এই ঘটনার পর পথচারী বা সাইকেল ও স্কুটি আরোহীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যাঁরা ওই রাস্তা দিয়ে নিত্যদিন যাতায়াত করেন, তাঁদের দাবি, ওই জায়গায় সিগন্যালিং সিস্টেম ঠিক নেই, সেই কারণেই বারবার দুর্ঘটনা ঘটে।


Pages