ইলন মাস্ককে সুইগি কেনার প্রস্তাব ভারতীয় ক্রিকেটারের, সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু - BBP NEWS

Breaking

শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

ইলন মাস্ককে সুইগি কেনার প্রস্তাব ভারতীয় ক্রিকেটারের, সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু

 




বিবিপি নিউজ



বিশ্বের সবচেয়ে ধনী ব্যাক্তি ইলন মাস্কের ট্যুইটার কেনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় খবরে রয়েছেন। কখনও মজার ছলে ট্যুইট‌ আবার কখনও বানিজ্যিক বিষয়ে পোস্ট করেছেন। এবার  

সময়মতো ডেলিভারির জন্য ইলন মাস্কের কাছে সুইগি কিনে নেওয়ার আর্জি জানালেন ভারতীয় ক্রিকেটের শুভমন গিল। যে সংস্থা আবার আইপিএলের অন্যতম স্পনসর। তারপরই সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়লেন তারকা ক্রিকেটার। নেটিজেনদের একাংশ কটাক্ষ করলেন, আগে উমরান খানের গতি সামলে দেখান। 




শুক্রবার রাতের দিকে ট্যুইটারে শুভমন লেখেন, ‘ইলন মাস্ক, সুইগি যাতে সময়মতো ডেলিভারি দিতে পারে, সেজন্য দয়া করে কিনে নিন।’ যে অনলাইন ফুড ডেলিভারি সংস্থা আবার এবারের আইপিএলের স্পনসর। আইপিএলে যে বিজ্ঞাপন দেওযা হচ্ছে, তাতেও ওই ফুড ডেলিভারি সংস্থার ‘দ্রুততার’ উপর জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই টুইটের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েন শুভমন। এক নেটিজেন লেখেন, 'ওই রাতে তো গেরুয়া জামা পরা ব্যক্তির ডেলিভারি তো দ্রুতই ছিল। কিন্তু তুমি তো সেটা সামলাতে ব্যর্থ হয়েছ।' উল্লেখ্য, গত বুধবার সানরাইজার্স হায়দরাবাদের পেসার উমরান মালিকের ঘণ্টায় ১৪৪ কিলোমিটার বেগে ছুটে আসা বলে বোল্ড হয়েছিলেন গিল। যে সানরইজার্সের জার্সির রঙের সঙ্গে সুইগির রঙের মিল আছে।

সুইগির নাম দেওয়া একটি টুইটার অ্যাকাউন্ট (তবে সেটি সুইগির অফিসিয়াল অ্যাকাউন্ট নয়) থেকে আবার বলা হয়, 'তোমার ব্যাটিংয়ের থেকে তো নিদেনপক্ষে দ্রুত আমরা।' তারইমধ্যে সুইগি কেয়ারের তরফে শুভমনকে উত্তর দেওয়া হয়। সেই বার্তায় বলা হয়, 'নমস্কার, শুভমন গিল, টুইটার হোক বা না হোক, আমরা শুধুমাত্র এটা নিশ্চিত করতে চাই যে আপনার সব অর্ডার ঠিকভাবে যাচ্ছে (যদি আপনি অর্ডার করেন তো)। আপনার যাবতীয় তথ্য দিয়ে আমাদের সরাসরি মেসেজ করুন। কোনও অধিগ্রহণের থেকে দ্রুত আমরা আসরে নামব।'

Pages