ত্রিপুরায় মানিক সাহাকে মুখ্যমন্ত্রী ঘোষণা করতেই চেয়ার তুলে ছুড়ে মারলেন বিজেপি মন্ত্রী - BBP NEWS

Breaking

শনিবার, ১৪ মে, ২০২২

ত্রিপুরায় মানিক সাহাকে মুখ্যমন্ত্রী ঘোষণা করতেই চেয়ার তুলে ছুড়ে মারলেন বিজেপি মন্ত্রী

 



বিবিপি নিউজ



শনিবার দুপুরে নাটকীয় পদত্যাগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এদিন রাজ্যপালের কাছে ইস্তফাপত্র তুলে দেন। এরপরেই বিকেলে নতুন মুখ্যমন্ত্রী মন্ত্রীর নাম ঘোষণা করে ত্রিপুরা বিজেপি।  আর মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পরই রাজ্যের এক মন্ত্রীর বিক্ষোভে রীতিমতো অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। মানিক সাহাকে মুখ্যমন্ত্রী বাছায় রাগে চেয়ার ছুড়ে মারলেন মন্ত্রী রামপ্রসাদ পাল। তিনি চিত্‍কার করে বলতে থাকেন, 'আমি মরে যাবো, এই দল আর করব না।' বিপ্লব দেবের পদত্যাগের পর এ দিনই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার নাম চূড়ান্ত করে বিজেপি নেতৃত্ব। কিন্তু মানিকের নাম ঘোষণা হতেই বিজেপি-র পরিষদীয় দলের বৈঠকে ক্ষোভে ফেটে পড়েন রাজ্যের মন্ত্রী রামপ্রসাদ পাল। রামপ্রসাদ বরাবরই মানিক সাহা বিরোধী গোষ্ঠীর বলে পরিচিত।নতুন মুখ্যমন্ত্রী বাছাইয়ের জন্য বিজেপি-র পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত ছিলেন দলের দুই কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব এবং বিনোদ তাওরে। তাঁদের সামনেই ক্ষোভে ফেটে পড়েন রামপ্রসাদ। যে জায়গায় বৈঠক হচ্ছিল, সেখানেই রাগে চিত্‍কার করতে থাকেন তিনি। সেই সময় কার্যত অপ্রস্তুতির মধ্যে পড়ে যান বিজেপি নেতা এবং বিধায়করা। শেষ পর্যন্ত দলের কয়েকজন নেতাই রামপ্রসাদ পালকে বাইরে বের করে নিয়ে আসেন। তাতেও শান্ত করা যায়নি রামপ্রসাদকে। হাতের কাছে থাকা একটি প্লাস্টিকের চেয়ার তুলে ছুড়ে মারতে যান তিনি।

Pages