পাঞ্জাবী গায়ককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন - BBP NEWS

Breaking

সোমবার, ৩০ মে, ২০২২

পাঞ্জাবী গায়ককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন

 





বিবিপি নিউজ 



ফের নক্ষত্রপতন সঙ্গীত জগতে। পাঞ্জাবী গায়ককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করল দুষ্কৃতিরা। মৃত গায়কের নাম সিদ্ধু মুসেওয়ালাকে। তিনি পাঞ্জাব কংগ্রেসের নেতাও ।গুলি চালানোর ঘটনায় জখম হয়েছেন আরও ২ জন। পঞ্জাবের মানসা জেলায় তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। তবে শেষরক্ষা হয়নি। মুসেওয়ালার দুই বন্ধুর অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে।


শনিবারই পঞ্জাবে ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করে নেয় আমি আদমি সরকার। এর মধ্যে ছিলেন মুসেওয়ালাও। গায়ক, গীতিকার, র‌্যাপার এবং অভিনেতা শুভদীপ সিং সিধুকে মানুষ চেনেন সিধু মুসেওয়ালা নামেই। রবিবার মানসায় নিজের বাড়ি ফেরার সময় তাঁকে লক্ষ্য করে গুলিবৃষ্টি করে দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় সিধুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর। 

Pages