ব্যাঙ্কে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার এক - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২ মে, ২০২৩

ব্যাঙ্কে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার এক

  


বিবিপি নিউজ: লক্ষাধিক টাকার বিনিময়ে ব্যাঙ্কে চাকরি করিয়ে দেবেন। কিন্তু টাকা নিয়ে বেপাত্তা অভিযুক্ত ব্যাক্তি। অবশেষে পুলিশের কাছে দ্বারস্থ হন‌। অভিযোগে ভিত্তিতে এক ব্যাক্তিকে গ্রেফতার করলে বিধাননগর উত্তর থানার পুলিশ।



ধৃত ব্যাক্তিকে কৃষ্ণনগর থেকে গ্রেফতার করে পুলিশ। সোমবার অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয়। জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম বিজন দে। তিনি রানাঘটের বাসিন্দা। 


পুলিস সূত্রে খবর, অনলাইন থেকে চাকরি প্রার্থীদের ডেটা সংগ্রহ করতেন। এরপর ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে ফোন করে চাকরি প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করতেন। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা হাতিয়ে নিতেন। তবে চাকরি প্রার্থীদের থেকে টাকা পাওয়ার পর কোনও রকম চাকরি দিতেন না বিজন দে। 


পুলিশের দাবি, চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জমা পড়ে বিধাননগর উত্তর থানায়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই রবিবার রাতে কৃষ্ণনগরে হানা দিয়ে বিজন দে নামক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। 

Pages