ব্ল্যাক প্যান্থারের দেখা মিললো দার্জিলিংয়ের রাস্তায় - BBP NEWS

Breaking

সোমবার, ১ মে, ২০২৩

ব্ল্যাক প্যান্থারের দেখা মিললো দার্জিলিংয়ের রাস্তায়

 



বিবিপি নিউজ: কালো চিতা তথা ব্ল্যাক প্যান্থারেরে দেখে মিললো দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায়। আর সেই মুহূর্তে ক্যামেরাবন্দি করেছেন এক ব্যাক্তি। যা মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।



 দার্জিলিঙেই ৮০০০ ফুট উচ্চতায় সান্দাকফু যাওয়ার পথে চিত্রের কাছে দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের। পাহাড়ের ঢাল বেয়ে নেমে রাস্তায় নেমেছিল সে। এরপর কিছুক্ষণ দাঁড়িয়ে ফের খাদের দিকে নেমে যায় কালোচিতা। ওই পথেই যাচ্ছিলেন কয়েকজন। তারই ফাঁকে এমন দৃশ্য ক্যামেরাবন্দি করে ফেলেন এক ব্যক্তি।

 

দিন কয়েক আগেই দার্জিলিঙের মহানন্দা অভয়ারণ্যে দেখা মিলেছিল রয়্যাল বেঙ্গল টাইগারের। জঙ্গলে বসানো ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছিল দক্ষিণরায়ের ছবি।  দার্জিলিঙের পাহাড়ি এলাকাগুলিতে এর আগেও ব্ল্যাক প্যান্থারের দেখা মিলেছিল । ২০২২ সালে মিরিকের ওকাইতি চা বাগান সংলগ্ন ৯ নম্বর ডিভিশন লাগোয়া এলাকায় ব্ল্যাক প্যান্থার দেখা যায়। তারও আগে ধোত্রের কাছে রাস্তায় কালো চিতার মৃতদেহ মিলেছিল। লকডাউনের সময়েও দার্জিলিঙে ব্ল্যাক প্যান্থার দেখা গিয়েছিল।


Pages