বিবিপি নিউজ: অবশেষে মুখ খুললেন কালীঘাটের কাকু তথা সুজয়কৃষ্ণ ভদ্র। শনিবার জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সুজয়কৃষ্ণকে। সেখান থেকে বেরনোর পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একাধিক বিস্ফোরক দাবি করেন তিনি।
এদিন সুজয়কৃষ্ণ ভদ্রকে বলা হয়, নিয়োগ দুর্নীতি মামলায় ফের ডাকা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রশ্ন শুনেই ঝাঁজালো গলায় সুজয়কৃষ্ণের জবাব, 'ডেকেও কোনও লাভ হবে না।' ডাকা হয়েছে 'কালীঘাটের কাকু' ঘনিষ্ঠ সিভিক ভলান্টিয়ার রাহুল বেরাকেও। মুখোমুখি বসিয়ে জবাব করা হয় তাঁকে। তিনি না কি বহু গুরুত্বপূর্ণ তথ্য ইডিকে দিয়েছেন বলে দাবি। এ প্রসঙ্গে সুজয়কৃষ্ণ ভদ্রর সপাট জবাব, 'যা ইচ্ছে বলুক।' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কাজ করতেন সুজয়কৃষ্ণ ভদ্র। সে নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, '২০০৮ সাল থেকে কাজ করছি। সব হিসেব ইডিকে দিয়েছি।'
এরপর তাঁর ২০০ কোটির সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। তাতে কিছুটা অসন্তুষ্ট হন 'কালীঘাটের কাকু'। জবাব দিতে গিয়ে টেনে আনেন শিল্পপতি আম্বানি, আদানিদের কথা। সাংবাদিকদের প্রশ্ন ছিল, 'আপনার অ্যাকাউন্টে না কি ২০০ কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে?' পালটা জবাব, 'তাতে আপনার কী আর ইডির কী? আম্বানি-আদানিদের কত টাকা জানেন?'