বিবিপি নিউজ: বালেশ্বর ট্রেন দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৮৮ জন। দেখতে দেখতে কেটে গিয়েছে ১০ দিন। এখনও পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন অভিশপ্ত ট্রেনের বহু যাত্রী। স্বজনহারা বহু পরিবার ইতিমধ্যে প্রিয়জনের দেহ নিয়ে শেষকৃত্য সম্পন্ন করেছে। কিন্তু এখনও পর্যন্ত শনাক্ত হয়নি এমন ৮২টি দেহ রয়ে গিয়েছে ভুবনেশ্বর এইমস হাসপাতালে। যা রীতিমতো চিন্তিত এইমস কতৃপক্ষ।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডের সরকারি আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন ওড়িশা প্রশাসন। যাতে এই ৮২ টা মৃতদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করতে পারে। কিন্তু দূঘটনার পর ১০ দিন পার হলেও এই দেহগুলি শনাক্ত করতে তেমন টেউ আসেনি। যা নিয়ে রীতিমতো অবাক হাসপাতাল কর্তৃপক্ষ।
এই বিষয়ে,ভুবনেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার বিজয় অমরুতা কুলাঙ্গে বলেন, 'আমরা দাবিকারীদের যাচাই করতে এবং শনাক্তকরণ প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন করার জন্য অন্যান্য রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গেও সমন্বয় রাখছি।' পাশাপাশি পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় সরকারের আধিকারিকদের মৃতদেহ শনাক্তকরণে সাহায্য করার জন্যও অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।