বিবিপি নিউজ: ভোট পরবর্তী হিংসার আগুনে জ্বলছে নওশাদ সিদ্দিকীর বিধানসভা কেন্দ্র ভাঙড়।
মনোয়ন পর্ব থেকে ভোট পর্ব— বারবার অশান্তির জন্য সংবাদের শিরোনামে উঠে এসেছে একদা আরাবুলের এলাকা। বৃহস্পতিবার, ফের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে।বোমা ফেটে ঝলসে গেলেন কমপক্ষে ১০ জন। তাঁদের মধ্যে চারজনকে ইতিমধ্যেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে চালতাবেড়িয়ার চকমরিচা গ্রামে। মঙ্গলবার এই চালতাবেড়িয়াতেই ভোট পরবর্তী হিংসায় তিনজনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে ফের একবার সেই চালতাবেড়িয়াতে বোমা বিস্ফোরণে ঘটনা ঘটল। কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গেছে, আহতরা বাসন্তী হাইওয়ে ধরে পালানোর চেষ্টা করছিলেন। সেইসময় পুলিশের হাতে ধরা পড়ে যায়। আহতদের মধ্যে চারজনকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।