বিবিপি নিউজ: তৃনমূলের আখড়া ভেঙে দিয়েছে বিজেপি। দীর্ঘ ১৫ বছর ধরে ঘাসফুলের শক্ত ঘাঁটি হয়ে থাকা পঞ্চায়েত গেরুয়া শিবির দখল করেছে। এতটুকু স্বাভাবিক। কিন্তু তৃনমূলের গড় দখল করতে পারায় মস্তকমুন্ডন তথা ন্যাড়া হলেন বিজেপি সমর্থকেরা।
ঘটনাটি ঘটেছে নদিয়া জেলায়। জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ ব্লকের ১৮টি আসন বিশিষ্ট ভাজনঘাট টুঙ্গি গ্রাম পঞ্চায়েত দীর্ঘ ১৫ বছর নিজেদের দখলে রেখেছিল তৃণমূল। সদ্যসমাপ্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে ওই ১৮টি আসনের মধ্যে ১২টিতেই জয় করেছে বিজেপি। তৃণমূল পেয়েছে ছ’টি আসন। ১৫ বছরের ঘাসফুল-দুর্গে ধ্বস নামিয়ে নিরঙ্কুশ ব্যবধানে জয়লাভ করার পর পঞ্চায়েতের বোর্ড গঠন করতে ইতিমধ্যেই নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে বিজেপি। সেই আনন্দেই বৃহস্পতিবার পঞ্চায়েত ভবনের সামনেই মাথা ন্যাড়া করলেন দলীয় সমর্থকদের একাংশ। কিন্তু কেন মস্তকমুণ্ডন ? তাঁদের ব্যাখ্যা, এত দিন ধরে তাঁরা যে তৃণমূলকে ভোট দিয়েছেন, তার প্রায়শ্চিত্ত করতেই এই সিদ্ধান্ত। পাল্টা শাসকদলের কটাক্ষ, লোকসভা ভোটের আগেই বিজেপির ‘শেষকৃত্য’ সম্পন্ন হল!
ছবি: আনন্দবাজার পত্রিকা অনলাইন