৪০ বছরের রেকর্ড ভাঙল, দিল্লিতে ভারী বৃষ্টিতে ৯ জনের মৃত্যু - BBP NEWS

Breaking

রবিবার, ৯ জুলাই, ২০২৩

৪০ বছরের রেকর্ড ভাঙল, দিল্লিতে ভারী বৃষ্টিতে ৯ জনের মৃত্যু

 




বিবিপি নিউজ: গত ৪০ বছরে এমন বৃষ্টি দেখেনি দিল্লিবাসী। প্রবল বৃষ্টিতে ভেসে গেছে রাজধানী‌ শহরাঞ্চল। রাস্তাঘাট শুক্রবার থেকে জলমগ্ন। শনিবার সারা দিন দিল্লিতে টানা বৃষ্টি হয়েছে। মুষলধারে বৃষ্টির কারণে এক দিনেই শহরের ১৫টি বাড়ি ভেঙে পড়েছে। গত দুদিনের ভারী বৃষ্টিতে  মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ জনের।


আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন আরও বৃষ্টি হতে পারে। দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, রাজস্থান, পাঞ্জাব, জম্মু-কাশ্মীরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর (আইএমডি)।


পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ১৯৮২ সালের পর থেকে জুলাই মাসে দিল্লিতে এত বৃষ্টি কখনো হয়নি। ৪০ বছরের নজির ভেঙে তুমুল বৃষ্টিতে ভেসে গেছে রাজধানী।

Pages