উত্তরপ্রদেশে ইউটিউবারের বাড়ি থেকে উদ্ধার নগদ ২৪ লক্ষ টাকা - BBP NEWS

Breaking

সোমবার, ১৭ জুলাই, ২০২৩

উত্তরপ্রদেশে ইউটিউবারের বাড়ি থেকে উদ্ধার নগদ ২৪ লক্ষ টাকা

 



বিবিপি নিউজ: লক্ষ লক্ষ টাকা উদ্ধার হল ইউটিউবারের বাড়ি থেকে। যা রীতিমতো চমকে ওঠার মত অবস্থা। গোপন সূত্রে খবর পেয়ে আয়কর হানা দিতেই চক্ষু চড়কগাছ দুঁদে কর্তাদের।  সোমবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। 




কোটিপতি ইউটিউবারের নাম তসলিম। কয়েক বছর ধরে একটি ইউটিউব চ্যানেল চালান তিনি। ওই যুবক প্রায় এক কোটি টাকা আয় করেছেন বলে দাবি করা হয়েছে। অভিযোগ, বেআইনি ভাবে টাকা আয় করেছেন ওই ইউটিউবার। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তাঁর পরিবার। উত্তরপ্রদেশের বরেলিতে বাড়ি ইউটিউবারের।



শেয়ার মার্কেট নিয়ে বিভিন্ন ধরনের ভিডিয়ো বানাতেন ওই যুবক। তাঁর ভাই ফিরোজ দাবি করেছেন, তসলিম নিয়ম করে আয়কর মেটাতেন। তিনি দাবি করেছেন, ইউটিউব থেকে তাঁদের মোট আয় হয়েছে ১.২ কোটি টাকা। ইতিমধ্যেই কর বাবদ চার লক্ষ টাকা দিয়েছেন তাঁরা। ফিরোজ আরও বলেছেন, ‘‘আমরা কোনও অনৈতিক কাজ করিনি। আমরা আমাদের ইউটিউব চ্যানেল চালাই। ভাল আয় হয়। আয়কর হানা পরিকল্পিত চক্রান্ত।’’

Pages