বিবিপি নিউজ: জন্মাষ্টমীর উপলক্ষে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চাকলায় লোকনাথ মন্দিরে ভিড় বাড়ছে ভক্তদের। আর এই ভিড়ে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকাল থেকেই ভিড় বেড়েছে লোকনাথ মন্দিরে। ঢল নামছে পুণ্যার্থীদের। রাতভর মন্দিরের পাশাপাশি চাকলা যাওয়ার প্রধান দুই রাস্তায় চোখে পড়ার মত ছিল পুলিশের টহলদারি ভ্যান। এছাড়া পুণ্যার্থীদের জন্য রয়েছে পুলিশি সহায়তা কেন্দ্র, মেডিক্যাল ক্যাম্প ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বারাসত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জল, মিষ্টি ও খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলের পর চাকলা ও কচুয়ার লোকনাথ মন্দিরে ভিড় কার্যত উপচে পড়ে। রাত যত বেড়েছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভক্তদের সংখ্যা। মূলত কলকাতার বাগবাজারে গঙ্গার ঘাট, বারাকপুরের মণিরামপুর ঘাট ও হুগলির সপ্তর্ষী ঘাট থেকে ভক্তরা স্নান সেরে পায়ে হেঁটে চাকলায় লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আবার বহু ভক্ত বাইক বা চার চাকার গাড়িতে করেও মন্দিরে যান। এদিন বিকেল থেকে যশোর রোড, ৩৪ নম্বর জাতীয় সড়ক এবং টাকি রোডে যানজট শুরু হয়।