বিবিপি নিউজ: সেনাবাহিনীর কনভয়ের বোমা বিস্ফোরণে মৃত্যু হল ৯ জওয়ানেরা। আহত হয়েছেন আরো পাঁচজন। ঘটনাটি ঘটেছে,বৃহস্পতিবার উত্তর-পশ্চিমাঞ্চলে।
জানা গেছে, সেনাবাহিনীর বাহিনীর কনভয় লক্ষ্য করে আত্মঘাতী ঐ বোমা হামলা চালানো হয়। হামলার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।
পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় বৃহস্পতিবারের এই হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, আফগানিস্তানের সীমান্ত থেকে প্রায় ৬১ কিলোমিটার (৩৭ মাইল) দূরে ‘মোটরসাইকেল আরোহী আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়’। দুর্গম এই সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে জঙ্গি তৎপরতার আস্তানা বলে পরিচিত।