বিবিপি নিউজ: জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার তথা এক্স-এ এবার থেকে করা যাবে ভিডিও কল। এমনটাই জানিয়েছেন ট্যুইটার কর্তা এলন মাস্ক।
জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এলন মাস্কের হাতে আসার পর থেকেই একের পর এক বদল ঘটিয়ছে মাস্ক। লোগো থেকে শুরু করে ব্লু টিক সহ আরও একাধিক বিষয়ে আমূল পরিবর্তন নিয়ে এসেছে।
শুধু এইসব বিষয় নয়, বদলে ফেলা হয়েছে বিভিন্ন ধরনের নিয়ম এবং ফিচার। সম্প্রতি সেই ধারাবাহিকতায়, এলন মাস্ক তাঁর ট্যুইটার হ্যান্ডেল থেকে আরও কিছু আসন্ন ফিচার সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন। খুব শীঘ্রই ট্যুইটারে এনক্রিপ্ট করা মেসেজ এবং কলের ফিচার দেখা যাবে।
খুব তাড়াতাড়ি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটার ব্যবহার করে ইউজাররা মেসেজ, ভয়েস কল এবং ভিডিও কল করতে পারবেন। এই খবর সামনে আসার পর থেকেই এই নিয়ে তীব্র উৎসাহ দেখা গিয়েছে ট্যুইটারের ইউজারদের মধ্যে।
এলন মাস্ক এক ট্যুইট পোষ্টে জানিয়েছেন যে, খুব শীঘ্রই ভয়েস এবং ভিডিও কলের ফিচারটি চালু করা হবে, যাতে ইউজাররা তাঁদের ট্যুইটার হ্যান্ডেল থেকে এই প্ল্যাটফর্মে যে কোনও ব্যক্তির সঙ্গে কথা বলতে পারেন। ট্যুইটার ইউজাররা তাঁদের নম্বর না দিয়েও বিশ্বজুড়ে যে কারও সঙ্গে কথা বলার সুবিধা পাবেন নতুন এই ফিচারের মাধ্যমে।