বিবিপি নিউজ: রবিবার সাত সকালে পুলিশের হাতে গ্রেফতার হলেন দক্ষিনী অভিনেতা পাওয়ান কল্যাণ। শনিবার ভোরে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদ করতে গিয়ে আটক হলেন অভিনেতা তথা জনসেনা পার্টির সভাপতি পাওয়ান কল্যাণ। আটক করা হয়েছে দলের প্রবীণ নেতা নাদেন্দলা মনোহরকেও। অন্ধ্র প্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, এনটিআর জেলায় বিক্ষোভ দেখাচ্ছিলেন জনসেনা পার্টির সমর্থকরা। অশান্তি সৃষ্টি করতেই তাঁদের আটক করা হয়।
দুর্নীতির অভিযোগে শনিবার ভোরে সিআইডির হাতে গ্রেফতার হন অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাঁর বিরুদ্ধে অন্ধ্র প্রদেশ সরকারের স্কিল ডেভেলপমেন্ট স্কিমে ৩৭১ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। নির্বাচনী প্রচার সেরে শনিবার ভোরে তিনি যখন ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন, সেই সময়ই তাঁকে গ্রেফতার করে সিআইডি। গতকাল স্বাস্থ্য পরীক্ষার পর আজ ভোররাতে টিডিপি প্রধানকে অ্যান্টি-কোরাপশন ব্যুরোর আদালতে পেশ করা হয়।
চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদে এদিন ভোরে মাটিতে শুয়ে প্রতিবাদ করেন জনসেনা পার্টির প্রেসিডেন্ট পাওয়ান কল্যাণ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের নেতা নাদেন্দলা মনোহরও। বিক্ষোভ-অশান্তি বাড়তেই তাঁদের আটক করে পুলিশ।