মাকে খুনের চেষ্টা! বাবার বিরুদ্ধে মামলা দায়ের করলেন মেয়ে - BBP NEWS

Breaking

শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

মাকে খুনের চেষ্টা! বাবার বিরুদ্ধে মামলা দায়ের করলেন মেয়ে





বিবিপি নিউজ: বাবার বিরুদ্ধে মামলা দায়ের করলেন মেয়ে। কারন মাকে মারধর করেন বাবা। এমনকি, খুনের চেষ্টাও করা হয়েছে। এমনটাই অভিযোগ করেছেন।  বাবার পাশাপাশি, পরিবারের অন্য সদস্যের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।


ঘটনাটি ঘটেছে কানপুরে। পুলিশের অভিযোগপত্রে ওই তরুণী জানিয়েছেন, গত ৩০ জুলাই তাঁদের পরিবারে টাকাপয়সা সংক্রান্ত বিষয়ে ঝামেলা হয়েছিল। বাড়ির আলমারিতে যে টাকা এবং গয়না রাখা ছিল, তা মায়ের কাছে চেয়েছিলেন তাঁর বাবা। কিন্তু মা তা দিতে অস্বীকার করেন। আলমারির চাবি থাকে গৃহকর্ত্রীর কাছেই। তিনি স্বামীর হাতে চাবি দিতে চাননি। এর পরেই স্বামী-স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, স্ত্রীকে মারধর করেন রাজেন্দ্র। তার পর জোর করে চাবি কেড়ে নিয়ে আলমারি থেকে নগদ ১১ লক্ষ টাকা এবং গয়না নিয়ে যান। গয়নার অর্থমূল্য অন্তত ২০ লক্ষ টাকা। তরুণী জানিয়েছেন, তাঁর মাকে খুনের চেষ্টা করেছিলেন বাবা। তাঁর মায়ের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। তা সত্ত্বেও তিনি অক্সিজেন পাইপ খুলে নিয়েছিলেন। তরুণীর অভিযোগের ভিত্তিতে রাজেন্দ্র এবং ওই পরিবারের আরও দু’জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। 


Pages