নুসরতের দেওয়া নথিতে সন্তুষ্ট নয় ইডি, বিপাকে সাংসদ অভিনেত্রী - BBP NEWS

Breaking

বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

নুসরতের দেওয়া নথিতে সন্তুষ্ট নয় ইডি, বিপাকে সাংসদ অভিনেত্রী

 




বিবিপি নিউজ: আবাসন প্রতারণা মামলায় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের কাছে দেওয়া নুসরতের নথিতে সন্তুষ্ট নয়।  তাঁর জমা দেওয়া নথি অসম্পূ্র্ণ বলে জানিয়ে বাকি কাগজ দ্রুত জমা দিতে বললেন তদন্তকারীরা। এরই মধ্যে ওই সংস্থার অন্যতম ডিরেক্টর রাকেশ সিংকে ফের তলব করেছে ইডি।


ফ্ল্যাট প্রতারণা মামলায় প্রতারিতদের করা অভিযোগের ভিত্তিতে গত ১২ সেপ্টেম্বর নুসরত জাঁহাকে বিধাননগরের সিজিও কমপ্লেক্সে দীর্ঘ জেরা করেন ইডির গোয়েন্দারা। প্রায় ৬ ঘণ্টার জেরার পর বেরিয়ে এসে নুসরত বলেন, আমার যা জানানোর আর ওদের যা জানার তা জানা হয়ে গিয়েছে। আবার ডাকলে আবার আসব।


তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, সেদিন হাজিরার আগেই নুসরত তদন্তকারীদের জানিয়েছিলেন, যে সব নথি তাঁরা নিয়ে হাজির হতে বলেছেন তার সবগুলো জোগাড় করে উঠতে পারেননি তিনি। তখন ইডির গোয়েন্দারা নুসরতকে জানান, যে নথি জোগাড় করতে পেরেছেন তাই নিয়েই চলে আসুন। জিজ্ঞাসাবাদের সময় বাকি নথি নুসরতে দ্রুত জমা দিতে বলেন তদন্তকারীরা। সূত্রের খবর, সপ্তাহ ঘুরলেও সেই নথি আজও জমা পড়েনি।


ইডি সূত্রে খবর, নুসরতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের তথ্য ও সেভেন্থ সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর নিযুক্ত হওয়ার নথি ও সেখানে তাঁর ভূমিকা জানতে চান তদন্তকারীরা। তার অনেকটাই এখনো জমা দেননি নুসরত। এরই মধ্যে আগামী সপ্তাহে ফের রাকেশ সিংকে তলব করেছে ইডি।আর এতেই বাড়ছে জল্পনা।

Pages