বিবিপি নিউজ: একের পর এক পাইলটের পদত্যাগের কারণে বাতিল করতে হচ্ছে উড়ান। বুধবার আদালতে এমটাই জানিয়েছে আকাসা এয়ার। পরিস্থিতি যদি এমন চলতে থাকে তবে খুব শীঘ্র সংস্থা বাধ্য হবে পরিষেবা বন্ধ করে দিতে।
দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে আকাসা এয়ার জানিয়েছে, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) কে আদালত নির্দেশ দিক, যাতে যে সমস্ত পাইলটরা বাধ্যতামূলক নোটিশ পিরিয়ড না মেনে চাকরি ছেড়েছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। গত অগস্টে ৬০০ উড়ান বাতিল করেছে আকাসা এয়ার। সেপ্টেম্বরেও পরিস্থিতির কোন উন্নতি হয়নি। ২০২২-এর ৭ অগস্ট মুম্বই থেকে আহমেদাবাদের মধ্যে বিমান চালিয়ে পরিষেবা চালু করে। কিন্তু এই পরিষেবা ধাক্কা খায় হঠাৎ করে একাধিক পাইলট ছেড়ে দেওয়ায়।
