বক্স অফিসে ‘টাইগার থ্রি’র দাপট, প্রথম দিনে কত আয় হল? - BBP NEWS

Breaking

সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

বক্স অফিসে ‘টাইগার থ্রি’র দাপট, প্রথম দিনে কত আয় হল?

 



বিবিপি নিউজ: মুক্তির পর থেকেই বক্স অফিসে চলছে সালমান খানের নতুন সিনেমা ‘টাইগার থ্রি’র দাপট। ১২ নভেম্বর দেশজুড়ে দীপাবলি উদযাপনের মাঝেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রথমদিন শেষে সিনেমাটির আয়ও ভালো।


দীপাবলির দিনেও প্রেক্ষাগৃহে ‘টাইগার থ্রি’র প্রথম শো ছিল ভোর ৬টায়। ভাইজানের ছবি নিয়ে তখনও উন্মাদনার পারদ তুঙ্গে।


ইন্ডাস্ট্রির ট্রেড অ্যানালিস্টদের একাংশ শঙ্কা প্রকাশ করেছিল, এদিন সাধারণ মানুষের ঘরে ঘরে পূজা হবে। কম লোকই প্রেক্ষাগৃহে আসবে। তবে মুক্তির দিন ভোর থেকেই ভিড় উপচে পড়তে থাকে প্রেক্ষাগৃহে। ইতিবাচক প্রতিক্রিয়া মেলে দর্শকের থেকেও। এরপরই একাধিক ইন্ডাস্ট্রি ট্রেড অ্যানালিস্ট জানায়, সালমান খানের এ ছবি প্রথমদিনে ৪০ কোটি টাকার মতো আয় করতে পারবে।


ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম সমালোচক তরণ আদর্শ একটি পোস্ট করে জাতীয় মাল্টিপ্লেক্স চেনগুলোতে কত আয় হয়েছে মোটামুটি একটি হিসাব দিয়েছেন, যার মধ্যে পিভিআর, আইনক্স, সিনেপলিস আছে। এদিন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই চেনগুলো থেকে ১০ দশমিক ৮৫ কোটি টাকা আয় হয়।


যদিও প্রথম দিনের ব্যবসার নিরিখে টাইগার-৩ এখনো শাহরুখ খানের পাঠান বা জওয়ানের ধারেকাছেও পৌঁছায়নি। সিনেমা দুটি প্রথমদিনই যথাক্রমে ৫৭ কোটি ও ৭৫ কোটি টাকা আয় করেছিল।


Pages