দিনহাটায় কেন্দ্রীয় ও রাজ্যের মন্ত্রীর ধস্তাধস্তি, দাঁড়িয়ে দেখল জনতা, মাথা ফাটলো পুলিশ আধিকারিকের - BBP NEWS

Breaking

বুধবার, ২০ মার্চ, ২০২৪

দিনহাটায় কেন্দ্রীয় ও রাজ্যের মন্ত্রীর ধস্তাধস্তি, দাঁড়িয়ে দেখল জনতা, মাথা ফাটলো পুলিশ আধিকারিকের




বিবিপি নিউজ: লোকসভা নির্বাচনের আগে রণক্ষেত্র কোচবিহারের দিনহাটা। জনসমক্ষে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে ধস্তাধস্তি রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আহত হয়েছেন একাধিক ব্যক্তি। ধস্তাধস্তির পর উদয়ন গুহ অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। দু পক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েক জন তৃণমূল কর্মী। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মাথা ফাটল মহকুমা পুলিশ আধিকারিকেরও।



স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ভোটের প্রচার সেরে নিগম নগর থেকে ব্যাটাগুড়িতে ফিরছিলেন নিশীথ। দিনহাটায় উদয়নের জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান চলছিল। তৃণমূল কর্মীদের অভিযোগ, সেই অনুষ্ঠানের পাশ দিয়ে যাওয়ার সময় বিজেপি প্রার্থীর কনভয় থেকে হামলা করা হয়। একাধিক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয়। এ ঘটনায় এক তৃণমূল কর্মীর মাথা ফেটে যায়। দিনহাটার এসডিপিও বিমান মৈত্রেরও মাথা ফেটে গিয়েছে। আহত হয়েছেন আরও একাধিক ব্যক্তি। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।এদিকে মন্ত্রী উদয়ন গুয়ের উপর আক্রমণের প্রতিবাদে দিনহাটা শহরে আজ ২৪ ঘণ্টার জন্য বন্‌ধ ডেকেছে তৃণমূল।

Pages