IPL2024: আইপিএলে নেই মহম্মদ শামি, শামির বদলে গুজরাটের ভরসা কলকাতার প্রাক্তন ক্রিকেটার - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

IPL2024: আইপিএলে নেই মহম্মদ শামি, শামির বদলে গুজরাটের ভরসা কলকাতার প্রাক্তন ক্রিকেটার

 



বিবিপি নিউজ: আগামীকাল সন্ধ্যা থেকে শুরু ক্রিকেটের মহরণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ঠিক তাঁর দুদিন আগে মহম্মদ শামির বিকল্প ঘোষণা করলেন গুজরাত টাইটান্স। এ বারের আইপিএলে মহম্মদ শামি যে খেলতে পারবেন না, তা আগেই জানা গিয়েছিল। তার পরেও কোনও বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করেনি গুজরাত। অবশেষে সেই নাম ঘোষণা করল তারা। শুভমন গিলের দল কলকাতার প্রাক্তন ক্রিকেটার সন্দীপ ওয়ারিয়রকে শামির পরিবর্ত হিসাবে বেছে নিয়েছে।



বিশ্বকাপে চোট পেয়েছিলেন শামি। তার পর থেকে আর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে পারেননি। লন্ডনে গিয়ে অস্ত্রোপচার করিয়ে কিছু দিন আগেই দেশে ফিরেছেন। আপাতত রিহ্যাব করার কথা। আইপিএল থেকে আগেই ছিটকে গিয়েছিলেন।

বুধবার রাতের দিকে আইপিএলের তরফে একটি বিবৃতিতে লেখা হয়েছে, “অভিজ্ঞ ভারতীয় পেসার মহম্মদ শামির ডান গোড়ালিতে সফল অস্ত্রোপচার হয়েছে। আপাতত তিনি রিহ্যাব করছেন। তাঁর পরিবর্ত সন্দীপ ওয়ারিয়র এখনও পর্যন্ত আইপিএলে পাঁচটি ম্যাচ খেলেছেন। তিনি ৫০ লাখ টাকার বেস প্রাইসে গুজরাতে যোগ দিচ্ছেন।”

Pages