বিবিপি নিউজ: অশ্বিনী বৈষ্ণব "রেল মন্ত্রী না রিল মন্ত্রী"! ভারতীয় রেলকে ধ্বংস করার জন্য লেগেছে মোদী সরকার। এমনটাই কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
প্রসঙ্গত, সোমবার সকাল ৫টা ৫৫ মিনিট নাগাদ ত্রিপুরার আগরতলা থেকে ছাড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নির্ধারিত সময়েই রওনা দিয়েছিল ট্রেনটি। তার পরই ঘটে বিপত্তি। নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যে লাইন দিয়ে এক্সপ্রেস চলছিল, সে লাইনেই পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। ধাক্কার জেরে এক্সপ্রেসের একাধিক কামরা উঠে পড়ে মালগাড়ির ইঞ্জিনের উপর। লাইনচ্যুত হয় মালগাড়ির কামরাও। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত ৪১ জনের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার, ভারতীয় রেলকে "ধ্বংস" করার জন্য সরকারকে অভিযুক্ত করে, কংগ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করেন। এবং আরও বলেন যে তার পদে থাকার কোনও নৈতিক অধিকার নেই।
কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন,
মোটরসাইকেলের পিলিয়নে চড়ে দুর্ঘটনাস্থলে পৌঁছনোর জন্য বৈষ্ণবকেও কটাক্ষ করে, জিজ্ঞাসা করে যে তিনি রেলমন্ত্রী নাকি "রিল মন্ত্রী"। যখনই কোনো ট্রেন দুর্ঘটনা ঘটে, মোদি সরকারের রেলমন্ত্রী ক্যামেরার আলোয় ঘটনাস্থলে পৌঁছে যান এবং এমন আচরণ করেন যেন সবকিছু ঠিক আছে।