কমছে ওজন, বাড়ছে সুগারের মাত্রা- কেজরিওয়ালের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন আপ শিবির - BBP NEWS

Breaking

শনিবার, ১৩ জুলাই, ২০২৪

কমছে ওজন, বাড়ছে সুগারের মাত্রা- কেজরিওয়ালের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন আপ শিবির

 


বিবিপি নিউজ: তিহার জেলে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। জেলে সঠিকভাবে খেয়াল রাখা হচ্ছে না অরবিন্দ কেজরিওয়ালের। এমনই অভিযোগ করলেন আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। তাঁর অভিযোগ, সাড়ে আট কেজি ওজন কমেছে কেজরিওয়ালের। এছাড়া বারে বারে কেজরিওয়ালের রক্তে সুগারের মাপও কমছে।


এক সাংবাদিক বৈঠকে সঞ্জয় সিং বলেন, কেজরিওয়ালকে জেলে সমস্যায় ফেলাই বিজেপির প্রধান কাজ। কেজরিওয়াল যে শারীরিকভাবে কতটা অসুস্থ তা আগামীদিনে সকলেই বুঝতে পারবে।১ এপ্রিল থেকে তিহার জেলে রয়েছেন কেজরিওয়াল। দিল্লি আবগারি মামলায় প্রথমে ইডি এবং পরে সিবিআই গ্রেপ্তার করে কেজরিওয়ালকে।

Pages