বিবিপি নিউজ: পুলিশের হাত থেকে এক অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে গেল একদল দুষ্কৃতী। শুধু তাই নয় ওই অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশকর্মীদের মারধর করে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে খাস কলকাতায়।
ঘটনাটি ঘটেছে সোমবার রাত পৌনে বারোটায়। শিয়ালদহ ট্রাফিক গার্ডে। জানা গেছে, দক্ষিণ কলকাতা থেকে একটি বাস শিয়ালদার দিকে আসছিল ৷ অভিযোগ, বাসে এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করেন মদ্যপ যুবক। ওই মহিলা প্রতিবাদ করলে তাঁকে হুমকি দিতে থাকেন অভিযুক্ত ৷ এরপর বাসের অন্যান্য যাত্রীরাও প্রতিবাদ করেন ৷ তখন বাকিদেরও হুমকি দেন ওই যুবক ৷
সেই সময় এক যাত্রী 100 ডায়াল করেন ৷ বাস শিয়ালদা পৌঁছালে যাত্রীরা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন ৷ অভিযুক্তকে সেখান থেকে শিয়ালদা ট্রাফিক গার্ডে নিয়ে যাওয়া হয় ৷ পুলিশ তাঁকে আটক করার পরে অভিযুক্ত একটি ফোন করেছিলেন ৷ তার কিছুক্ষণের মধ্যে বাইকে করে 10-12 জন যুবক শিয়ালদা পুলিশ গার্ডের সামনে পৌঁছে যায় ৷
অভিযোগ, পুলিশ গার্ডের ভিতরে ঢুকে অভিযুক্তকে ছেড়ে দিতে বলেন তাঁরা ৷ তখন সেখানে উপস্থিত পুলিশকর্মীরা সবাইকে বেরিয়ে যেতে বলেন ৷ এরপরেই ওই 10-12 জন ট্রাফিক গার্ডের অফিসের টেবিল- চেয়ার ফেলে দিতে শুরু করেন বলে অভিযোগ ৷ তাঁদের বাধা দেওয়ায় এক পুলিশকর্মীকে মারধর করা হয় ৷ অভিযোগ, বাকি পুলিশকর্মীদেরও মারধর করে শ্লীলতাহানিতে অভিযুক্তকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে যায় ওই যুবকেরা ৷ লালবাজার সূত্রে খবর, এই ঘটনায় ট্রাফিক গার্ডের সিসিটিভি ফুটেজ দেখে 6 জনকে আটক করা হয়েছে ৷ একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ ৷ তবে, পুরো ঘটনায় আবারও কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ৷