ভূমিকম্পের জের! একাধিক দেশে সুনামি সতর্কতা জারি, ১০ ফুট পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা - BBP NEWS

Breaking

বুধবার, ৩০ জুলাই, ২০২৫

ভূমিকম্পের জের! একাধিক দেশে সুনামি সতর্কতা জারি, ১০ ফুট পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা

 



বিবিপি নিউজ: বুধবার ভোরে রাশিয়ায় জোরালো ভূমিকম্পের জের বিধ্বস্ত অবস্থা। কামচাটকা উপকূলের কাছে ৮.৮ মাত্রার এই ভূমিকম্পের জেরে একাধিক দেশে ইতিমধ্যেই আছড়ে পড়েছে সুনামির ঢেউ। আরও তীব্র হতে চলেছে ভূমিকম্পের অভিঘাত। 




হাওয়াই দ্বীপপুঞ্জে ১০ ফুট পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়ার সতর্কতা জারি হয়েছে। কামচাটকা উপদ্বীপের পেত্রোপাভলভস্ক থেকে ১৩৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ১৯.৩ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র। সমুদ্রের তলদেশে ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলের জাপান থেকে হাওয়াই, মেক্সিকো থেকে অ্যালাস্কায় সতর্কতা মতোই আছড়ে পড়তে থাকে সুনামির ঢেউ। প্রাথমিক ভাবে বেশি আশঙ্কা তৈরি হয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জে।



ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যেই বিভিন্ন উপকূলে শুরু হয়ে গিয়েছে সুনামির প্রভাব। এখনও পর্যন্ত সবচেয়ে উঁচু সুনামি ঢেউ দেখা গিয়েছে হাওয়াইতে। সেখানে চার ফুট অর্থাৎ ১.২ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়েছে বলে খবর। মাত্র ১২ মিনিটের ব্যবধানে হাওয়াইতে ধেয়ে আসছে একের পর এক সুনামির সুউচ্চ ঢেউ।


আপনার ফোনে সব খবরের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যোগ দিতে --- ক্লিক করুন

Pages