৪ ঘন্টার বৃষ্টিতে বানভাসি শহর কলকাতা,দুর্যোগে জেরবার শহরবাসী - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

৪ ঘন্টার বৃষ্টিতে বানভাসি শহর কলকাতা,দুর্যোগে জেরবার শহরবাসী




বিবিপি নিউজ: মাত্র ৪ ঘন্টা বৃষ্টি, তাতেই শহর কলকাতার অবস্থা বেহাল। জলমগ্ন একাধিক এলাকা। রাতভরের বৃষ্টিতে যা অবস্থা তাতে শারদীয়া দুর্গোৎসবের ভিলেন বৃষ্টি। আজ দ্বিতীয়া ৷ মহালয়ার দিন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শহর কলকাতার বেশ ক'য়েকটি পুজো উদ্বোধন হয়ে গিয়েছে ৷ কিন্তু সোমবার রাত থেকে মঙ্গলবার অর্থাৎ আজকের ভোর পর্যন্ত ঘণ্টা চারেকের বৃষ্টিতে কলকাতার রাস্তাঘাট জলের তলায়৷ দুর্গাপুজোর আগে রীতিমতো বিপর্যস্ত হয় পড়েছে কলকাতার জনজীবন।


পুজোর মুখে ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে শহরবাসীর মাথায় হাত। বিভিন্ন এলাকায় দোকান কিংবা মানুষের ঘরে ঢুকে গিয়েছে জল। তবে ভোর থেকেই জমা জল নামাতে তৎপর হয়ছে কলকাতা কর্পোরেশনের নিকাশি বিভাগ। কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ নিকাশি তারক সিং রয়েছেন পর্যবেক্ষণে ৷ সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে শহরের বিভিন্ন রাস্তার পরিস্থিতি থেকে ফোনে ফোনে নির্দেশ দিচ্ছেন সংশ্লিষ্ট বড় আধিকারিকদের ৷ শহরের বিভিন্ন এলাকায় নেমেছেন নিকাশি কর্মীরা ও অত্যাধুনিক প্রযুক্তির যান্ত্রিক গাড়ি।


Pages