পর্যটকদের জন্য খুলে গেল উত্তর সিকিম, নিষেধাজ্ঞা জারি লাচেনে - BBP NEWS

Breaking

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

পর্যটকদের জন্য খুলে গেল উত্তর সিকিম, নিষেধাজ্ঞা জারি লাচেনে

 


বিবিপি নিউজ: পুজোর আগেই সুখবর ভ্রমণ পিপাসুদের জন্য।  দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ সোমবার থেকে খুলে গেল উত্তর সিকিমের লাচুং। রবিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিকিমের মঙ্গন জেলা প্রশাসন। তবে নিষেধাজ্ঞা জারি রয়েছে লাচেন সহ বেশ কয়েকটি এলাকায়। 



সিকিমে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানের কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর চলতি বছর মে মাসের শেষের দিকে খুলে দেওয়া হয়েছিল উত্তর সিকিম । কিন্তু জুন মাসের প্রথমদিকে একাধিক জায়গায় ফের ধস নামায় আটকে পড়েন পর্যটকরা । ছাতেন সেনাছাউনিতে ধস নামায় নিখোঁজ হন ছয়জন সেনাকর্মী । পরবর্তীতে তিনজনের মৃতদেহ উদ্ধার হয় । এরপরেই নতুন করে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয় উত্তর সিকিমে। তবে পুজোর আগেই সুখবর দিল সিকিমের প্রসাশন, উত্তর সিকিমের লাচেন বন্ধ থাকলেও, লাচুং, ইয়ুমথাং, ইয়াকসুমের মতো পর্যটনকেন্দ্রগুলো খুলে যাওয়ায় খুশি পর্যটনমহল । পুজোর দিনগুলিতে কিছুটা হলেও পর্যটক পাওয়া যাবে বলে আশাবাদী উত্তর সিকিমের পর্যটন ব্যবসায়ীরা।


Pages