শিয়ালদহ-বনগাঁ শাখায় AC লোকাল চালু, কোন কোন স্টেশনে দাঁড়াবে ট্রেন জেনে নিন - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

শিয়ালদহ-বনগাঁ শাখায় AC লোকাল চালু, কোন কোন স্টেশনে দাঁড়াবে ট্রেন জেনে নিন

 


বিবিপি নিউজ: অপেক্ষার অবসান শিয়ালদহ - রানাঘাটের পর এবার বাতানুকূল অর্থাৎ এসি লোকাল ট্রেন চলবে শিয়ালদহ বনগাঁ রুটে। সোমবার এই মর্মে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন ডিআরএম শিয়ালদহ রাজীব সাক্সেনা। 


শিয়ালদহ - রানাঘাট পথে বাতানুকূল লোকাল ট্রেনের সাফল্যে উৎসাহিত হয়ে আরও দুটি নতুন রুটে বাতানুকূল লোকাল ট্রেন চালু করার পরিকল্পনা করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। নতুন দুটি ট্রেনের মধ্যে একটি সকালে রানাঘাট থেকে ছেড়ে বনগাঁ হয়ে শিয়ালদহ পৌঁছবে। ফিরতি পথে আবার শিয়ালদহ থেকে বনগাঁ থেকে হয়ে আবার রানাঘাট যাবে। ওই ট্রেনটি সকাল ৭ টা ১১ মিনিটে রানাঘাট থেকে ছেড়ে সকাল ৭ টা ৫২ মিনিটে বনগাঁ পৌঁছবে। তারপর সেখান থেকে সকাল ৯ টা ৩৭ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। ফিরতি পথে শিয়ালদহ থেকে ফের  সন্ধ্যা  ৬ টা ১৪ মিনিটে ছেড়ে রাত ৮ টা ৪ মিনিটে বনগাঁ এবং  রাত ৮ টা ৪১ মিনিটে রানাঘাট পৌঁছবে। 


শিয়ালদহ - রানাঘাট - বনগাঁ লোকাল শিয়ালদহ থেকে ছেড়ে  বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসাত, দত্তপুকুর, হাবড়া, গোবর ডাঙ্গা, ঠাকুরনগর, বনগাঁ, মাঝেরগ্রাম, স্টেশনে থেমে বনগাঁ পৌঁছবে। ওই ট্রেনের সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ১৫০ টাকা। একই বাতানুকূল রেক ব্যবহার করে অন্য একটি  এসি লোকাল সকাল ৯ টা ৪৮ মিনিটে শিয়ালদহ থেকে  ছেড়ে দুপুর ১২ টা ৭ মিনিটে কৃষ্ণনগর পৌঁছবে। ফিরতি পথে দুপুর ১ টা ১০ মিনিটে ছেড়ে বিকেল ৩ টে ৪০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। অন্য লোকাল ট্রেনটি শিয়ালদহ - কৃষ্ণনগর পথে বিধাননগর রোড, দমদম জংশন, বেলঘড়িয়া, সোদপুর, খড়দহ ,ব্যারাকপুর , শ্যামনগর, নৈহাটি, কাঁচড়াপাড়া, কল্যানী , চাকদহ , রানাঘাট হয়ে কৃষ্ণনগর পৌঁছবে।

Pages