দেশে ফের ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবার হানায় মৃত ২, বাড়ছে আতঙ্ক - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

দেশে ফের ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবার হানায় মৃত ২, বাড়ছে আতঙ্ক

 



বিবিপি নিউজ: মস্তিষ্কখেকো অ্যামিবার আতঙ্কে আতঙ্কিত কেরল।  বিরল রোগে এক শিশু-সহ মৃত্যু হল দু’জনের। গতমাসেই কেরলে একই রোগে মৃত্যু হয়েছিল নয় বছরের এক বালিকার। এই ঘটনায় আতঙ্ক বাড়ছে দক্ষিণের রাজ্যে।


মস্তিষ্কে সংক্রমণের জেরে কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওমাসেরির বাসিন্দা আবুবক্কর সিদ্দিকির সন্তানকে। অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিসের সংক্রমণে মাস খানেক ধরে সেখানে চিকিৎসা চলছিল শিশুটির। রবিবার অবস্থার অবনতি হয় এবং সে মারা যায়। অন্যদিকে মালাপ্পুরম জেলার কাপ্পিলার বাসিন্দা ৫২ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বিরল রোগে। গত ৮ জুলাই থেকে তিনি ভর্তি ছিলেন কোঝিকোড় মেডিক্যাল কলেজে। এর আগে গত ১৪ আগস্ট একই রোগে মৃত্যু হয়েছে থামারাসেরির বাসিন্দা নয় বছরের এক বালিকার।

Pages