মায়ানমারে সার্জিক্যাল স্ট্রাইক ভারতের, নিকেশ নাগা জঙ্গিগোষ্ঠী - BBP NEWS

Breaking

বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

মায়ানমারে সার্জিক্যাল স্ট্রাইক ভারতের, নিকেশ নাগা জঙ্গিগোষ্ঠী

 



বিবিপি নিউজ: পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে জঙ্গি নিকেশ করেছিল ভারতীয় সেনাবাহিনীর জওয়ানেরা। আর সেই  অপারেশন সিঁদুরের রেশ কাটতে না কাটতেই এবার  মায়ানমারে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালাল ভারতীয় সেনাবাহিনীর জওয়ানেরা। 



 ড্রোন হামলায় নাগা জঙ্গিগোষ্ঠী এনএসসিএন (খাপলাং-ইউংআং)- এর এক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। যদিও সরকারিভাবে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি। সূত্রের খবর, সোমবার রাতে এই গোটা অপারেশনটি চালানো হয়েছে। যদিও এর আগে জঙ্গিঘাঁটি ধ্বংস করতে মায়ানমারে একবার অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। কিন্তু সিঁদুরের ছকে আকাশপথে অপারেশনের খবর এই প্রথম প্রকাশ্যে এল।


বিগত কয়েকবছর ধরে গৃহযুদ্ধের আগুনে জ্বলছে মায়ানমার। যার জেরে সীমান্তে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলির তৎপরতা বেড়েছে। ফলে নজরদারি বাড়িয়েছে সেনা। গত ১৬ অক্টোবর অসমের তিনসুকিয়া জেলার কাকোপাথর এলাকায় সেনা ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। প্রায় একঘণ্টা ধরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলে সেনার। আতঙ্ক ছড়ায় সাধারণ নাগরিকদের মধ্যে। পরে জানা যায়, এই হামলার নেপথ্যে ছিল আলফা (স্বাধীন)। অন্যদিকে, ওই দিনই অরুণাচলের চাংলংয়েও হামলা চালায় এনএসসিএন (খাপলাং-ইউংআং)- এর জঙ্গিরা।

Pages