বিবিপি নিউজ: রবিবার ছত্তীসগঢ়ের কাঁকের জেলায় একসঙ্গে আত্মসমর্পণ করলেন ২১ জন মাওবাদী। সঙ্গে পুলিশের হাতে ১৮টি আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছেন তাঁরা। যার মধ্যে রয়েছে একে-৪৭-র মতো আধুনিক রাইফেলও। সুন্দরাজ পাট্টলিনগম নামে এক পুলিশ কর্তা বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বস্তার, যা একসময় মাওবাদীদের ‘দূর্গ’ ছিল বললেই চলে, সেখানে আয়োজিত ‘পুনা মার্গেম’ উদ্যোগের আওতায় নিজেদের অস্ত্র সমর্পণ করে দিয়েছেন এই ২১ জন মাওবাদী। যাঁদের মধ্যে ১৩ জন আবার মহিলা। ওই পুলিশকর্তার কথায়, ‘সশস্ত্র, চরমপন্থী ভাবধারাকে পিছনে ফেলে জীবনের মূলস্রোতে ফেরার আবেদন জানিয়েছিলেন এই মাওবাদীরা। এই আত্মসমর্পণকারীদের মধ্যে ১৩ জন মহিলা সদস্য রয়েছেন। এছাড়াও, এই ২১ জনের মধ্যে ৪ জন ছিলেন নিষিদ্ধ মাওবাদী গোষ্ঠীর ডিভিশনাল কমিটির সদস্য ও ৯ জন ছিলেন এরিয়া কমিটির সদস্য়।’ সূত্রের খবর, আত্মসমর্পণকারীদের থেকে একটি একে-৪৭, চারটি এসএলআর, দু’টি অ্যাসোল্ট রাইফেল, ৬টি ৩০৩ রাইফেল, দু’টি সিঙ্গল শট রাইফেল এবং একটি ব্যারেল গ্রেনেড লঞ্চার উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই এই মাওবাদী আত্মসমর্পণের ঘটনাকে সরকারের জয় বলেই উল্লেখ করেছেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
