বিবিপি নিউজ: ২৭ বছর আগে দিওয়ানা ছবি দর্শকদের মন কেড়ে নিয়ে ছিল সাইট পাঠে অভিনয় করে। আজ তিনিই বলিউডের বাদশা। সিনেমা প্রেমীদের হাটথ্রব। আজ থেকে ঠিক ২৭ বছর আগে এই জূন মাসের ২৬ তারিখ মুক্তি পেয়েছিল ‘দিওয়ানা’।
সবাই জানে এই ছবির হাত ধরেই বলিউডে পথচলা শুরু করেছিলেন বলিউডের বাদশা কিং খান অথা2শাহরুখ খান। দেখতে দেখতে ২৭টি বছর দর্শকদের মনোরঞ্জন দিয়ে চলেছেন। আর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে ফ্যানদের উদ্দেশে একটি ভিডিও সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করেছেন শাহরুখ।
এই ‘দিওয়ানা’ ছবিতে শাহরুখ ছিলেন সেকেন্ড লিড। মুখ্য চরিত্রে ছিলেন ঋষি কাপুর ও দিব্যা ভারতী। ছবির সুপারহিট ‘কোই না কোই চাহিয়ে’ গানে বাইক চালিয়ে মুম্বই শহর এক্সপ্লোর করার দৃশ্যগুলো আজও দর্শকদের মনে অমলীন। আর এই বিশেষ দিনে ভক্তদের সারপ্রাইজ দেওয়ার জন্য সেইগান ও বাইককেই বেছে নিলেন শাহরুখ। তাঁর পোস্ট করা ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে বাইক চালিয়ে এগিয়ে আসছেন শাহরুখ। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘কোই না কোই চাহিয়ে’ গানটি। ক্যামেরার সামনে এগিয়ে এসে শাহরুখ বক্তব্যও রেখেছেন। কী বলেছেন তিনি? তাঁর কথায়, ‘এই ২৭ বছর আমার পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। ঠিক আমার জীবনের অর্ধেকটা সময়। এতগুলো বছর আপনাদের মনোরঞ্জন করতে গিয়ে কখনও সফল হয়েছি, আবার অনেকবার ব্যর্থও হয়েছি। আমার প্রথম ছবিতে বাইকে চড়ে আপনাদের হৃদয়ে প্রবেশ করেছিলাম। আর শুধু তাই নয় এতগুলো বছর আপনারা আমাকে মনের কোণে রেখে দিয়েছেন।
