ফের সপ্তম পে কমিশন নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৮ জুন, ২০১৯

ফের সপ্তম পে কমিশন নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি


বিবিপি নিউজ: আবারো আন্দোলনের হুঁশিয়ারি দিলেন জুটার। সপ্তম বেতন কমিশন কার্যকর করার দাবিতে এবার বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন জুটা।
তাদের অভিযোগ, বেশিরভাগ রাজ্যই ইউজিসি’র সুপারিশ মেনে এই নয়া বেতন কাঠামো চালু করে দিয়েছে। কিন্তু এ রাজ্য বিষয়টি নিয়ে ক্রমাগত গড়িমসি করছে। চিঠি-চাপাটি করেও লাভ হচ্ছে না। তাই আগামীদিনে এই দাবি আদায়ের জন্য বড়সড় আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। গন কনভেনশন থেকে কর্মবিরতির মতো কর্মসূচি আপাতত ঠিক করে রেখেছে এই সংগঠন। আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত কর্মসূচি ঠিক করে ফেলা হবে বলে তারা জানিয়েছে।

Pages