ভয়াবহ বাস দূর্ঘটনায় মৃত ২৫ জন যাত্র,আহত ২০ - BBP NEWS

Breaking

সোমবার, ১ জুলাই, ২০১৯

ভয়াবহ বাস দূর্ঘটনায় মৃত ২৫ জন যাত্র,আহত ২০

বিবিপি নিউজ নেটওয়ার্কস: ফের ভয়াবহ বাস দূর্ঘটনা প্রান হারালেন একটি শিশু সহ ২৫ জন যাত্রী। আহত আরও ২০ জন এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরে । এদিন জম্মু-কাশ্মীরের শ্রীগওয়ারি থেকে কেশওয়ান যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত অন্তত  ২৫। গুরুতর আহত হয়েছেন ২০জন এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।  কেশওয়ান যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি ।

স্থানীয় সূত্রের খবর, তড়িঘড়ি স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে কিস্তওয়ারের জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি বাসটি খাদে পড়ে যাওয়ায় যাত্রীদের উদ্ধার করতে বেশ বেগ‌ পেতে হচ্ছে পুলিশের। এখনও চলছে উদ্ধারকাজ। আরও বাড়তে পারে মৃতের সংখ্যা, এমনই আশঙ্কা করা হচ্ছে । তবৈ স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বেঁচেছে অনেক প্রান।

Pages