অ্যাপ-ক্যাব ধর্মঘটে দুর্ভোগ ধর্মতলার সাধারণ যাত্রীর! - BBP NEWS

Breaking

সোমবার, ১ জুলাই, ২০১৯

অ্যাপ-ক্যাব ধর্মঘটে দুর্ভোগ ধর্মতলার সাধারণ যাত্রীর!

বিবিপি নিউজ,ঐশ্বর্য্য দাস:  রাজ্যে যেন ধর্মঘট পিছু ছাড়ছে না। একের পর এক ধর্মঘট চলছে। ইতিমধ্যেই দুদিনের ধর্মঘটের ডাক দিল অ্যাপ-ক্যাব কর্মীরা। আজ সপ্তাহের প্রথম দিন ও কাল নেওয়া হবেনা কোনো বুকিং। ভোগান্তির শিকার সাধারণ মানুষের। অফিস টাইমে ফের নাজেহাল অবস্থা রাজ্যের ব্যাস্ততম মহানগরে।

 ৪৮ ঘন্টা অ্যাপ নির্ভর ক্যাব বন্ধের ডাক দিয়েছেন অ্যাপ কর্মীরা। ওয়েস্ট বেঙ্গল অনলাইনক্যাব অপারেটর্স গিল্ডের ডাকে পরিষেবা বন্ধের সিদ্ধান্ত। অ্যাপ সংস্থাগুলি থেকে ন্যায্য মূল্য না পাওয়ার জন্য বহুদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন কর্মীরা। অভিযোগ জানিয়েও সরকার থেকে কোন সদুত্তর পাননি তারা।

এর জেরে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।যাত্রীরা নাকাল হলেও তারা তাদের সিদ্ধান্তে অনড়। এদিন কলকাতা পুলিশকে যথা সম্ভব সাধারণ মানুষকে সাহায্য করতে দেখা গিয়েছে। ধর্মঘটে সামিল ল্যাক্সারী ট্যাক্সি অ্যাসসিয়েশন।

Pages