প্রচুর বৃষ্টিপাতে জলে ডুবলো রেল স্টেশন - BBP NEWS

Breaking

শনিবার, ২৯ জুন, ২০১৯

প্রচুর বৃষ্টিপাতে জলে ডুবলো রেল স্টেশন


বিবিপি নিউজ নেটওয়ার্কস: বেশ কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাতে ভেসেছে গুজরাতের বেশ কয়েকটি শহর। বেশ কয়েকদিন ধরে বৃষ্টিপাতে জলমগ্ন শহরের হাসপাতাল, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন।
এমনটাই দেখা মিলল গুজরাতের ভলসদ স্টেশনে। জলে ভরেছে স্টেশন ম্যানেজারের অফিস। ডুবেছে রেল লাইন। তবে রেল পরিষেবা স্বাভাবিক আছে বলে জানা গিয়েছে। পাশাপাশি মুম্বইতেই প্রচুর বৃষ্টিপাত শুরু হয়েছে।

অন্যদিকে রাজ্যের একপ্রান্তে বৃষ্টির দেখা না মিললেও অন্যপ্রান্তে  বন্যার জলে ভাসছে। তবে হাওয়া অফিসের খবর অনুযায়ী কলকাতায় বর্ষা ঢুকতে শুরু করেছে।

Pages