মধ্যযুগের দাবার ঘুঁটি,দাম ৮ কোটি টাকা - BBP NEWS

Breaking

শনিবার, ২৯ জুন, ২০১৯

মধ্যযুগের দাবার ঘুঁটি,দাম ৮ কোটি টাকা


বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা,কলকাতা: ১৯৬৪ সালে এক প্রাচীন জিনিসপত্রের কারবারি মাত্র ৪৫০টাকা দিয়ে এক জায়গা থেকে একটি মধ্যযুগের দাবার ঘুঁটি কেনেন। ঘুটিটিছিল তলোয়ার হাতে ধরা ঘোড়সওয়ারের।

 প্রায় ৫৫ বছর অতিবাহিত হয়ে গেছে। সেই ব্যক্তির বাড়ির একটি ড্রয়ারে ওই ঘুটি এতদিন পড়ে ছিল। কিছুদিন আগে সেই ব্যবসায়ীর পরিবারের একজন ঘুটিটি এক  প্রত্নতাত্ত্বিককে দেখান। তিনি ওই ঘুটিটি নিলাম ঘরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন
লন্ডনের বিখ্যাত নিলাম ঘর সবেদিতে ঘুটিটি আনলে, তারা বলে বর্তমানে ঘুটিটির দাম নিলামে উঠতে পারে প্রায় ৮ কোটি টাকা।

 ইতিহাসবিদদের মতে, দ্বাদশ কিংবা ত্রয়োদশ শতাব্দীতে নরওয়েতে তৈরি হয়েছিল এই দাবার ঘুটিটি। ৬৪টি ঘুটির সেটটি এক সময় হারিয়ে যায়। যদিও পরে ৫৯টি ঘুটি উদ্ধার করা গিয়েছিল।এদের অধিকাংশই বর্তমানে রয়েছে ব্রিটিশ জাদুঘরে। কয়েকটি রয়েছে স্কটল্যান্ড এর একটি জাদুঘরে।বাকি ছিল পাঁচটি। তার খোঁজ অনেক দিনই মেলেনি।এই ঘুটিটি সেই নিখোঁজ ৫টির একটি।

Pages