মাঝ সমুদ্রে ডুবল জেলে ভর্তি ট্রলার - BBP NEWS

Breaking

রবিবার, ৩০ জুন, ২০১৯

মাঝ সমুদ্রে ডুবল জেলে ভর্তি ট্রলার

বিবিপি নিউজ: অল্পের জোরে বাঁচল প্রান। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ডুবল একটি মৎস্যজীবীদের ট্রলার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকার অন্তর্গত বাঘের চর এলাকা থেকে ১২ কিলোমিটার দূরে।

 মৎস্যজীবীদের সূত্রে জানা গিয়েছে, ওই ট্রলারে থাকা ১৬ জন মৎস্যজীবীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, এফ বি তারা মা নামে একটি ট্রলার ২৪ জুন কাকদ্বীপ থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। ২৬ জুন আচমকা ট্রলারের তলা ফুটো হয়ে জল ঢুকতে শুরু করে। তার চেষ্টা করেও জল ঢোকা বন্ধ করতে পারেনি, এরপরেই আতঙ্কিত হয়ে পড়েন মৎস্যজীবীরা।

 সেই সময় পাশ দিয়ে যাওয়া আরও একটি ট্রলারকে ডেকে তার সহযোগিতা চাওয়া হয়। ওই ট্রলার থেকে ১৬ জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়। কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, উদ্ধার হওয়া মৎস্যজীবীদের ফিরিয়ে আনা হয়েছে।

Pages