নতুন জার্সিতে টিম ইন্ডিয়া,ইংল্যান্ডের বিরুদ্ধে - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৮ জুন, ২০১৯

নতুন জার্সিতে টিম ইন্ডিয়া,ইংল্যান্ডের বিরুদ্ধে


বিবিপি নিউজ: বিশ্বকাপে একের পর এক বিধ্বংসী ইনিংসে জয়ী টিম ইন্ডিয়া। এতদিন চিরাচরিত জার্সি পরেই বাইশ গজে লড়াই করছেন বিরাটের দল। কিন্তু রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে  চিরাচরিত নীল রংয়ের জার্সি পরে খেলতে পারবেন না বিরাট কোহলিরা। আপাতত এই খবর ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। 
কারণ, ইংল্যান্ডও নীল রংয়ের জার্সি পরে। তাই ভারতীয় ক্রিকেটারদের গেরুয়া রংয়ের জার্সি পরে মাঠে নামতে হবে বলে শোনা যাচ্ছে। আর তাই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। অনেকে দাবি করছেন, ইচ্ছাকৃতভাবেই ভারতীয় দলের জার্সিতে গেরুয়া রংয়ের ব্যবহার বেশি করা হয়েছে। তবে এসব নিয়ে মাথা ঘামাতে রাজি নন ভারতীয় দলের বোলিং কোচ ভরত অরুণ। তিনি বলেছেন, ‘ সত্যি বলতে কী, আমরা এখনও জানি না কোন রংয়ের জার্সি পরতে হবে ইংল্যান্ড ম্যাচে। আপাতত বিশ্বকাপে যেভাবে নীল-ঝড় বইছে, সেটা আমরা ধরে রাখতে চাই।

Pages