বাংলায় ইউনিট প্রতি ১৯ পয়সা বেশি কেন, জানতে চাইল সরকার - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৮ জুন, ২০১৯

বাংলায় ইউনিট প্রতি ১৯ পয়সা বেশি কেন, জানতে চাইল সরকার


বিবিপি নিউজ,ঐশ্বর্য্য দাস: দেশের প্রতিটি রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বিদ্যুৎ এর দাম বেশি।প্রধান বিরোধী দল বিজেপি বিদ্যুতের দাম নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে ইতিমধ্যেই।যার জেরে রীতিমত অস্বস্তিতে তৃণমূল সরকার। অবশেষে এই বিষয়ে হস্তক্ষেপ করল রাজ্য সরকার। সরকারি সংস্থার থেকে ইউনিট প্রতি ১৯ পয়সা বেশি। আর সে বিষয়েই লিখিত জবাব চেয়েছেন মন্ত্রী।

বৃহস্পতিবার বিধানসভায় তাঁর চেম্বারে বিদ্যুৎ দফতর এবং সিইএসসি'র আধিকারিকদের নিয়ে একটি বৈঠক হয়। আর সেই বৈঠকেই বিদ্যুৎের দাম সিইএসসিকে লিখিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
বৈঠকে সিইএসসি আধিকারিকরা মন্ত্রী ও সরকারি অফিসারদের জানান, ২০০০ সালে বাম সরকারের আমলে এই ফারাক ইউনিট প্রতি ২৬ পয়সা ছিল। বরং এখন তা কমে ১৯ পয়সায় দাঁড়িয়েছে।বেসরকারি সংস্থা বলে তাঁদের সামগ্রিক উৎপাদন ও রক্ষণাবেক্ষণ খরচ কিছুটা বেশি।তবে তাদের ব্যাখ্যায় খুশি নন মন্ত্রী।
একই রাজ্য অথচ ভিন্ন দাম বিদ্যুতের৷ সিইএসসি-র এলাকায় বিদ্যুতের দাম রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির চেয়ে বেশি।এ রাজ্যে বিদ্যুৎ বণ্টন সংস্থা প্রতি ইউনিট বিদ্যুতের দাম নেয় ৭ টাকা ১২ পয়সা। অথচ সিইএসসি নেয় প্রতি ইউনিটের জন্য ৭টাকা ৩১ পয়সা৷ আর এই দামের ফারাকের কারণ জানতেই সিইএসসি সঙ্গে বৈঠক করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷

Pages