সম্পত্তি নিয়ে বিবাদের জেরে একই পরিবারের ৫ জন খুন - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে একই পরিবারের ৫ জন খুন


বিবিপি নিউজ নেটওয়ার্কস: সম্পত্তি নিয়ে সর্বদাই রেশারেশি লেগেই থাকে। কিন্তু তাই বলে খুন। মাত্র ২ ফুট চওড়া জমি নিয়ে বিবাদের জেরে গুলি করে খুন করার হল একই পরিবারের পাঁচজনকে। অভিযোগে আঙুল উঠেছে তাঁদেরই তিন ঘনিষ্ঠ বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চলতি মাসের 21 তারিখ মধ্যপ্রদেশে বীনা থানার অন্তর্গত এক গ্রামে

পুলিস সূত্রে খবর, মনোজ আহিরওয়ার (৪৫) ও সঞ্জীব আহিরওয়ার (৩৫) সম্পর্কে দুই ভাই। পাশাপাশি দুটি বাড়িতে থাকতেন তাঁরা। সমস্যার শুরু হয় দিন দুয়েক আগে। বাড়িতে নির্মাণের কাজ চলায় সঞ্জীবের থেকে ২ ফুট চাওড়া জমি চায় তাঁর কাকা মনোহর আহিরওয়ার। তিনি রাজি না হওয়ায় বচসা শুরু হয়।

শুক্রবার রাতে দুই পরিবারের মধ্যে ঝামেলা চরম আকার ধারণ করে। মনোহর ও তাঁর দুই ছেলে প্রবীণ ও প্রশান্ত বন্দুক নিয়ে সঞ্জীবের পরিবারের উপর হামলা করে। ঘটনাস্থলেই মনোজ, সঞ্জীব, সঞ্জীবের স্ত্রী রাজকুমারী (৩০) ও ছেলে যশবন্ত (১২) প্রাণ হারায়। পাশাপাশি, গুরুতর আহত অবস্থায় সঞ্জীবের পিসি তারাবাইকে সাগর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ইতিমধ্যেই মনোহরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বীণা থানার আধিকারিক অনিল মৌর্য।

Pages