বিবিপি নিউজ,জ্যোতির্ময়ী রায়: বরুণ ও নাতাশাকে নিয়ে চলছিল বিয়ের জল্পনা।কিন্তু বিয়েটা হচ্ছে কবে? কেনই বা পিছনও হচ্ছে বিয়ে?
বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালের বিয়ে যে এ বছরের শেষে হবে, এমন একটি গুঞ্জন বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল। কিন্তু রেমো ডি’সুজ়ার পরিচালনায় বরুণের ছবি ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’র মুক্তি পিছিয়ে যাওয়ায় মনে করা হচ্ছে, নভেম্বরেই বিয়েটা করে নেবেন বরুণ-নাতাশা।
প্রসঙ্গত, নভেম্বরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বরুণই পরিচালকের কাছে মুক্তি পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছেন বলে শোনা যাচ্ছে। সম্ভবত আগামী জানুয়ারিতে মুক্তি পাবে ছবি। বিভিন্ন সূত্রের তরফে জানা গিয়েছে, দু’জনেরই পরিবার চান দীর্ঘ সম্পর্ককে এ বার একটি পরিণতি দিন তাঁরা। বরুণের মা চান, সিন্ধি মতে বিয়ে হোক ছেলের। এক দিকে যেমন ডেস্টিনেশন ওয়েডিংয়ের কানাঘুষো চলছে, অন্য দিকে এটাও শোনা যাচ্ছে তাঁরা রাজস্থানের জোধপুরেই সারবেন বিয়েটা।
যোধপুরে এই ডিসেম্বর মাসেই কি চার হাত এক হচ্ছে বরুণ ধাওয়ান (Varun Dhawan) আর নাতাশা দালালের (Natasha Dalal)? জল্পনায় জল ঢেলে দিয়েছেন অভিনেতা স্বয়ং! ডেকান ক্রনিকলকে (Deccan Chronicle) বরুণ বলেন, “এটা মোটেও ঠিক কথা নয়।" অভিনেতা বরুণ ধাওয়ান এবং ডিজাইনার নাতাশা দালাল বেশ কয়েক বছর ধরেই ডেটিং করছেন এবং এর আগেও প্রচার মাধ্যম মাঝে মাঝেই বরুণ ও নাতাশার বিয়ে নিয়ে খবর করেছে। এইবারে আরও জোরদার সাড়া মিলেছে সেই খবরেই। স্পটবয়ের দাবি, বরুণের আগামী সিনেমা স্ট্রিট ডান্সার 3 ডি স্থগিত করা হয়েছে বিয়ের কারণেই; এমনকি বিয়ের স্থান হিসেবে বরুণ ধাওয়ান যোধপুরকেই বেছে নিয়েছেন এমনটাও শোনা যাচ্ছে। প্রসঙ্গত, প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসও এখানেই বিয়ে করেন।
স্পটবয়য়ের (SpotboyE) একটি সূত্র জানিয়েছে, “আগামী বছর সিনেমাটিকে পিছিয়ে দেওয়ার জন্য চলচ্চিত্রের পরিচালক রেমো ডি'সুজাকে (Remo D'Souza) অনুরোধ করেছেন বরুণ ধাওয়ান। কারণ হল ২০১৯ সালের ডিসেম্বরেই নাতাশা দালালের (Varun Dhawan and Natasha Dalal) সঙ্গে বিয়ে করবেন তিনি।" কিছুদিন আগে, পিঙ্কভিলা জানায়, গোয়াতে ডিসেম্বরেই বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করছেন বরুণ ও নাতাশা এবং তাঁদের পরিবার। সম্ভাবনা অনুযায়ী এটিও ডেস্টিনেশন ম্যারেজই হতে চলেছে।"
ধাওয়ান পরিবারও বিয়ের সম্ভাবনা অস্বীকার করছেন না; কেবল বিয়ের তারিখ ও স্থান নিয়ে গুজব রটাতে বারণ করছেন। বরুণের বাবা, চলচ্চিত্র নির্মাতা ডেভিড ধাওয়ান ডেকান ক্রনিকলকে বলেন, “আমি জানি যে সবাই ওর বিয়ে দেখার জন্য আগ্রহী, আমিও তাই। ও বিবাহিত হলে পরিবারে সবাই খুব খুশি হবে। শাদি হোগি খুব ধুমধাম সে। কিন্তু বিয়ের তারিখ এবং স্থান নিয়ে রটাবেন না। যখন যেটা হবে তখন আমরা আনুষ্ঠানিকভাবে সমস্ত বিবরণ দিয়ে বিয়ের ঘোষণা করব।”
বাংলা ভাষায় দেশ, রাজ্য, বিশ্বের সকল অটো,গ্যাজেট, খেলা সাম্প্রতিক এবং বাংলা সিনেমার খবর, বলিউডের খবর, হলিউডের খবর, সিনেমা রিভিউস, টেলিভিশনের খবর আর গসিপ জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ Bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব bbp live.
বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালের বিয়ে যে এ বছরের শেষে হবে, এমন একটি গুঞ্জন বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল। কিন্তু রেমো ডি’সুজ়ার পরিচালনায় বরুণের ছবি ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’র মুক্তি পিছিয়ে যাওয়ায় মনে করা হচ্ছে, নভেম্বরেই বিয়েটা করে নেবেন বরুণ-নাতাশা।
প্রসঙ্গত, নভেম্বরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বরুণই পরিচালকের কাছে মুক্তি পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছেন বলে শোনা যাচ্ছে। সম্ভবত আগামী জানুয়ারিতে মুক্তি পাবে ছবি। বিভিন্ন সূত্রের তরফে জানা গিয়েছে, দু’জনেরই পরিবার চান দীর্ঘ সম্পর্ককে এ বার একটি পরিণতি দিন তাঁরা। বরুণের মা চান, সিন্ধি মতে বিয়ে হোক ছেলের। এক দিকে যেমন ডেস্টিনেশন ওয়েডিংয়ের কানাঘুষো চলছে, অন্য দিকে এটাও শোনা যাচ্ছে তাঁরা রাজস্থানের জোধপুরেই সারবেন বিয়েটা।
যোধপুরে এই ডিসেম্বর মাসেই কি চার হাত এক হচ্ছে বরুণ ধাওয়ান (Varun Dhawan) আর নাতাশা দালালের (Natasha Dalal)? জল্পনায় জল ঢেলে দিয়েছেন অভিনেতা স্বয়ং! ডেকান ক্রনিকলকে (Deccan Chronicle) বরুণ বলেন, “এটা মোটেও ঠিক কথা নয়।" অভিনেতা বরুণ ধাওয়ান এবং ডিজাইনার নাতাশা দালাল বেশ কয়েক বছর ধরেই ডেটিং করছেন এবং এর আগেও প্রচার মাধ্যম মাঝে মাঝেই বরুণ ও নাতাশার বিয়ে নিয়ে খবর করেছে। এইবারে আরও জোরদার সাড়া মিলেছে সেই খবরেই। স্পটবয়ের দাবি, বরুণের আগামী সিনেমা স্ট্রিট ডান্সার 3 ডি স্থগিত করা হয়েছে বিয়ের কারণেই; এমনকি বিয়ের স্থান হিসেবে বরুণ ধাওয়ান যোধপুরকেই বেছে নিয়েছেন এমনটাও শোনা যাচ্ছে। প্রসঙ্গত, প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসও এখানেই বিয়ে করেন।
স্পটবয়য়ের (SpotboyE) একটি সূত্র জানিয়েছে, “আগামী বছর সিনেমাটিকে পিছিয়ে দেওয়ার জন্য চলচ্চিত্রের পরিচালক রেমো ডি'সুজাকে (Remo D'Souza) অনুরোধ করেছেন বরুণ ধাওয়ান। কারণ হল ২০১৯ সালের ডিসেম্বরেই নাতাশা দালালের (Varun Dhawan and Natasha Dalal) সঙ্গে বিয়ে করবেন তিনি।" কিছুদিন আগে, পিঙ্কভিলা জানায়, গোয়াতে ডিসেম্বরেই বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করছেন বরুণ ও নাতাশা এবং তাঁদের পরিবার। সম্ভাবনা অনুযায়ী এটিও ডেস্টিনেশন ম্যারেজই হতে চলেছে।"
ধাওয়ান পরিবারও বিয়ের সম্ভাবনা অস্বীকার করছেন না; কেবল বিয়ের তারিখ ও স্থান নিয়ে গুজব রটাতে বারণ করছেন। বরুণের বাবা, চলচ্চিত্র নির্মাতা ডেভিড ধাওয়ান ডেকান ক্রনিকলকে বলেন, “আমি জানি যে সবাই ওর বিয়ে দেখার জন্য আগ্রহী, আমিও তাই। ও বিবাহিত হলে পরিবারে সবাই খুব খুশি হবে। শাদি হোগি খুব ধুমধাম সে। কিন্তু বিয়ের তারিখ এবং স্থান নিয়ে রটাবেন না। যখন যেটা হবে তখন আমরা আনুষ্ঠানিকভাবে সমস্ত বিবরণ দিয়ে বিয়ের ঘোষণা করব।”
বাংলা ভাষায় দেশ, রাজ্য, বিশ্বের সকল অটো,গ্যাজেট, খেলা সাম্প্রতিক এবং বাংলা সিনেমার খবর, বলিউডের খবর, হলিউডের খবর, সিনেমা রিভিউস, টেলিভিশনের খবর আর গসিপ জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ Bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব bbp live.
