আজ তৃণমূল কংগ্রেসের ডাকে ২৪ ঘন্টা বনধ,খুনের প্রতিবাদে! - BBP NEWS

Breaking

রবিবার, ৩০ জুন, ২০১৯

আজ তৃণমূল কংগ্রেসের ডাকে ২৪ ঘন্টা বনধ,খুনের প্রতিবাদে!

বিবিপি নিউজ: ফের প্রকাশ্যে গুলি করে খুন ব্যান্ডেলে। অফিস টাইমে লাইন পেরিয়ে প্ল্যাটফর্মে যাওয়ার সময়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী দিলীপ রামের (৪২)। বেশ কয়েক বছর ধরেই ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েত এলাকায় শাসক দলের নিয়ন্ত্রক ছিলেন রেলকর্মী দিলীপবাবু। গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয় মানুষ তাঁকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসেন। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।


দিলীপের মৃত্যুর খবর চাউর হতেই ব্যান্ডেল ও সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খুনের ঘটনার প্রতিবাদে আজ, রবিবার, ২৪ ঘণ্টার চুঁচুড়া বনধের ডাক দিয়েছে তৃণমূল।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যান্ডেলের লিচুবাগান এলাকার বাসিন্দা দিলীপ রেলকর্মী হিসাবে নৈহাটিতে কর্মরত ছিলেন। প্রতিদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে  শিয়ালদহগামী ট্রেন ধরে কর্মস্থলে যেতেন। অন্যান্য দিনের মতো এদিনও অফিস যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাজেশ নামে তাঁর এক বন্ধু দিলীপবাবুকে ব্যান্ডেল স্টেশনের আন্ডারপাসের কাছে ছেড়ে দিয়ে যান। আন্ডারপাস থেকে একটু এগিয়ে লাইন টপকে তিনি পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে হেঁটে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সকাল ৯টা ১০ মিনিট নাগাদ কারশেডের দিকে যাওয়া কয়েকটি আউট লাইন পেরিয়ে যাওয়ার সময় আচমকাই তিন যুবক তাঁর কাছাকাছি চলে আসে। পেছন থেকে তাদের মধ্যে এক যুবক পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় একটি গুলি করে। আরেকটি গুলি করার আগেই তিনি লাইনের উপর লুটিয়ে পড়েন। এরপরেই দুষ্কৃতীরা লাইন ধরে হেঁটে হুগলি স্টেশনের দিকে পালিয়ে যায়।

 গুলির আওয়াজ শুনে স্থানীয় মানুষ ও জিআরপি এসে দিলীপকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়ার সময় শ্রীরামপুরের কাছেই তিনি মারা যান।

Pages