বিবিপি নিউজ: বহরমপুর শহরের মধ্যস্থলে লালদিঘি অঞ্চলে অবস্থিত 'মিশন মেডিকেল সেন্টার' তাদের দ্বিতীয় বর্ষপূর্তী অনুষ্ঠানের আয়োজন করেছিল। বিশিষ্ট শিশু চিকিৎসক তথা পেডিয়াট্রিক বিষয়ে পশ্চিমবঙ্গে প্রথম ডি.এম. ডাঃ মহম্মদ আলি কেক কেটে অনুষ্ঠানের সূচনা করলেন। এই অনুষ্ঠানে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের বেশ কিছু সরকার স্বীকৃত কোয়াক ডাক্তারগণ আমন্ত্রিত হয়েছিলেন।
ডাঃ মহম্মদ আলি উক্ত ডাক্তারদের গ্ৰামে গ্ৰামে গ্ৰাসরুট লেবেলে গ্ৰামীণ মানুষদের রাত বিরেতে চিকিৎসা করবার বিষয়ে প্রশংসা করেন। পাশাপাশি ঐ সকল কোয়াক ডাক্তারদের সচেতনতার উদ্দেশ্যে আপডেটেড হতে বলেন।
কম খরচে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ৭০০৩৩৪৫৫৫৮
এরপর তিনি মিশন মেডিক্যাল সেন্টার এর বর্তমানে বিভিন্ন বিষয়ে ভালো ভালো ডাক্তার এনে চিকিৎসা পরিষেবা দেবার তথ্য প্রদান করেন। আগামীদিন আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের বিশিষ্ট ডাক্তারদের এনে চিকিৎসা পরিষেবা দেবার এবং বহরমপুরে একটি উন্নতমানের শিশু চিকিৎসা হাসপাতাল প্রতিষ্ঠা করবার পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানটির আয়োজনে মিন্টুবাবুর উদ্যোগ প্রশংসনীয়। পরিশেষে মিশন মেডিক্যাল সেন্টারের পক্ষ থেকে উপস্থিত সকলকে গিফ্ট ও মধ্যাহ্নভোজের প্যাকেট বিতরণ করা হয়।
ডাঃ মহম্মদ আলি উক্ত ডাক্তারদের গ্ৰামে গ্ৰামে গ্ৰাসরুট লেবেলে গ্ৰামীণ মানুষদের রাত বিরেতে চিকিৎসা করবার বিষয়ে প্রশংসা করেন। পাশাপাশি ঐ সকল কোয়াক ডাক্তারদের সচেতনতার উদ্দেশ্যে আপডেটেড হতে বলেন।
কম খরচে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ৭০০৩৩৪৫৫৫৮
এরপর তিনি মিশন মেডিক্যাল সেন্টার এর বর্তমানে বিভিন্ন বিষয়ে ভালো ভালো ডাক্তার এনে চিকিৎসা পরিষেবা দেবার তথ্য প্রদান করেন। আগামীদিন আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের বিশিষ্ট ডাক্তারদের এনে চিকিৎসা পরিষেবা দেবার এবং বহরমপুরে একটি উন্নতমানের শিশু চিকিৎসা হাসপাতাল প্রতিষ্ঠা করবার পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানটির আয়োজনে মিন্টুবাবুর উদ্যোগ প্রশংসনীয়। পরিশেষে মিশন মেডিক্যাল সেন্টারের পক্ষ থেকে উপস্থিত সকলকে গিফ্ট ও মধ্যাহ্নভোজের প্যাকেট বিতরণ করা হয়।
আন্তর্জাতিক,দেশ,রাজ্য,জেলা, ভাইরাল, বিনোদনের পাশাপাশি অটো, এবং প্রযুক্তির সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল bbp live.
আপনি কি গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, উপন্যাস,ফিচার, গবেষণা মূলক লেখা লেখেন। তাহলে আপনার অপ্রকাশিত লেখা টাইপ করে (বাংলা মোবাইল ফ্রন্ট অথবা অভ্র ফ্রন্টে) পাঠিয়ে দিন আমাদের দপ্তরের হোয়াটস্অ্যাপ নম্বরে 7003345558।
সঙ্গে আপনার ছবি ও পরিচয়। প্রতিদিনই লেখা পাঠাতে পারেন। নির্বাচিত লেখা প্রকাশ হবে আমাদের পোর্টালে প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার।
আপনি কি ছবি তুলতে বা ছবি আঁকতে ভালোবাসেন তাহলে আপনার আঁকা বা তোলা ইউনিক ছবি ক্যাপশন সহ পাঠিয়ে দিন আমাদের দপ্তরের ইমেল-এ (bbplive.news@gmail.com) । আমরা প্রকাশ করবো আপনার আঁকা বা তোলা অপ্রকাশিত ছবি।