বিবিপি নিউজ: দূর্ঘটনা যেন পিছু ছাড়ছে না। ফের হলদিয়া হাসপাতালে ছাদের চাঙড় খসে জখম হলেন এক রোগী। এদিন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধের নাম জয়ন্ত চক্রবর্তী। তিনি হাসপাতালের একতলায় মেল ওয়ার্ডে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বাড়ি সুতাহাটা বাজার এলাকায়।
আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ এই ঘটনা ঘটে। খবর পাওয়ার পরই মেল ওয়ার্ডে চিকিৎসাধীন ওই রোগীর পরিবারের লোকজনের মধ্যে ক্ষোভ তৈরি হয়। ওয়ার্ডের অন্যান্য রোগীরাও আতঙ্কিত হয়ে পড়েন। রোগীদের পরিবারের লোকজন বলেন, এদিন দুপুরে লাঞ্চ টাইমে যখন রোগীরা বেডে খাওয়া দাওয়া করছিলেন সেই সময় চাঙড় খসে পড়ার ঘটনা ঘটে। সত্তরোর্ধ ওই বৃদ্ধ বেডের একপাশে বসে খাচ্ছিলেন, তখনই আচমকা তাঁর গায়ের ওপর চাঙড়টি খসে পড়ে। সেটি ছিটকে গিয়ে তাঁর পায়ের বুড়ো আঙুলে লাগে। বৃদ্ধ ওই সময় বেডে শুয়ে থাকলে তাঁর মাথার ওপর চাঙড়টি পড়তে পারত বলে জানিয়েছেন পাশের বেডের রোগীরা।
আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ এই ঘটনা ঘটে। খবর পাওয়ার পরই মেল ওয়ার্ডে চিকিৎসাধীন ওই রোগীর পরিবারের লোকজনের মধ্যে ক্ষোভ তৈরি হয়। ওয়ার্ডের অন্যান্য রোগীরাও আতঙ্কিত হয়ে পড়েন। রোগীদের পরিবারের লোকজন বলেন, এদিন দুপুরে লাঞ্চ টাইমে যখন রোগীরা বেডে খাওয়া দাওয়া করছিলেন সেই সময় চাঙড় খসে পড়ার ঘটনা ঘটে। সত্তরোর্ধ ওই বৃদ্ধ বেডের একপাশে বসে খাচ্ছিলেন, তখনই আচমকা তাঁর গায়ের ওপর চাঙড়টি খসে পড়ে। সেটি ছিটকে গিয়ে তাঁর পায়ের বুড়ো আঙুলে লাগে। বৃদ্ধ ওই সময় বেডে শুয়ে থাকলে তাঁর মাথার ওপর চাঙড়টি পড়তে পারত বলে জানিয়েছেন পাশের বেডের রোগীরা।