বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা,কলকাতা: সংসদে অধিবেশন চলছে,সেজন্য নাকি রাজ্য সরকারের উপর চাপ অনেকটাই কম কিন্তু অধিবেশন শেষ হলেই রাজ্যে শাসক দলের ওপর মারাত্মক চাপ আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কেশপুরের সভা থেকে বিজেপি নেতা মুকুল রায় ।কেশপুরে হওয়া বিজেপির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে সতর্ক করে দিয়ে মুকুল রায় বলেছেন, "আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করে রয়েছে।সংসদ চলছে বলে এখনো নখ দাঁত গুলো দেখতে পাচ্ছেন না। অধিবেশন শেষ হলে কি হয় বুঝবেন।" মুকুল রায়ের আরো দাবি, "সব কাটমানি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে রয়েছে। আগে তিনি কাটমানির টাকা ফেরত দিন।"এর প্রত্যুত্তরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য বলেছেন,"দীলিপবাবু,মুকুলেরা রাজ্যে নৈরাজ্য তৈরির প্রতিযোগিতায় নেমেছেন। এভাবে রাজ্যের আইন শৃংখলার অবনতি দেখিয়ে ওই দল ক্ষমতায় আসতে চায়।এটাই একমাত্র কর্মসূচি,কিন্তু এই প্ররোচনা নৈরাজ্য বাংলার মানুষ মেনে নেবে না।"বিজেপি নেতা মুকুল রায়ের নখ দাঁত বার করার হুঁশিয়ারি কে একেবারে তুড়ি মেরে তৃণমূলের মহাসচিব এর বক্তব্য, "বামেদের ৩৪বছরের শাসনে অনেক নখ দাঁত বাংলার মানুষ দেখেছে। তার জবাবে তাদের চিরতরে বাংলা থেকে বিদায় জানিয়েছে মানুষ।এবার আবার কেউ দাঁত দেখাতে চাইলে ৩৪ ঘণ্টাও এখানে টিকতে পারবে না।"
সোমবার, ১ জুলাই, ২০১৯
