এক ধাক্কায় কমল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম - BBP NEWS

Breaking

সোমবার, ১ জুলাই, ২০১৯

এক ধাক্কায় কমল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম


বিবিপি নিউজ: অবশেষে  মধ্যবিত্তের জন্য সুখবর। ভর্তুকিহীন রান্নার গ্যাসের বাজারদর সিলিন্ডার পিছু ১০০ টাকা ৫০ পয়সা কমেছে। কলকাতায় অবশ্য ১০১ টাকা দাম কমে ভর্তুকিহীন সিলিন্ডার পিছু গ্যাসের বাজারদর হবে ৬৬২ টাকা ৫০ পয়সা। আজ সোমবার থেকেই এই নতুন দাম কার্যকর হল।

রবিবার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছে, দিল্লিতে এর ফলে ভর্তুকিহীন সিলিন্ডার পিছু গ্যাসের দাম ৭৩৭ টাকা ৫০ পয়সা থেকে কমে ৬৩৭ টাকা হবে।
  কলকাতায় ভর্তুকিযুক্ত গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে ২ টাকা করে বেড়ে ৪৮৯ টাকা হবে। আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কিছুটা কমেছে।

গ্রাহকদের এই দুই অবস্থার সুবিধা দিতেই রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে বলে ইন্ডিয়ান অয়েলের পক্ষে জানানো হয়েছে। একমাস আগেই রান্নার গ্যাসের দাম ৩.৬৫ শতাংশ বেড়ে যায়। একেবারে সিলিন্ডার পিছু ২৫ টাকা গ্যাসের দাম বাড়ায় সমালোচনা শুরু হয়।

Pages