বিবিপি নিউজ,কলকাতা: ফের বাতিল দূরপাল্লার ট্রেন। মুম্বইয়ে অতিরিক্ত বৃষ্টির জেরে এবং মুম্বই বিভাগে ট্রেন লাইনচ্যুত হওয়ার জেরে তিনটি গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করছে দক্ষিণ-পূর্ব রেল।
দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, আজ, বুধবার হাওড়া-মুম্বই মেল এবং হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস বাতিল করা হচ্ছে। আগামীকাল, বৃহস্পতিবার হাওড়া-পুনে দুরন্ত এক্সপ্রেসও বাতিল করা হচ্ছে একই কারণে। এর ফলে সমস্যায় পড়েছেন বহু যাত্রী।